এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলায় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ২ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।
আজ ৩১ জানুয়ারি বুধবার সকালে কাপাসিয়া উপজেলার পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন প্রতিযোগিতার প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন।
সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলী সিদ্দিকী,উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, রওশন আরা সরকার,ডা. মামুনুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম , কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহামুদুল হাসান,গাজীপুর সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক নূরুল আমীন সিকদার,সহকারী শিক্ষক মনির হোসেন, নূরুল ইসলাম ফরিদ প্রমুখ।
আগামীকাল ১ ফেব্রুয়ারী সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে।
Leave a Reply