মোমেন আকন্দ,বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশের ইতিহাসে ১৪ই ডিসেম্বর একটি অন্যতম স্মরণীয় দিন। দিনটি শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১০ই ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বরে বাংলাদেশের অনেক বুদ্ধিজীবীদের কে পাক হানাদার বাহিনী হত্যা করেছিল।
১৯৭১ সালের ডিসেম্বর মাসে পাকিস্তানি হানাদার বাহিনী যখন বুঝতে পেরেছিল বাংলাদেশীদের বিজয় সুনিশ্চিত, ঠিক সেই মুহূর্তে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য একটি নীল নকশা তৈরি করে। এই নীল নকশা বাস্তবায়নের জন্য বাংলাদেশের বুদ্ধিজীবীদের কে হত্যা করা হয়।
বাংলাদেশীদেরকে মেধাশূন্য করার নীল নকশা বাস্তবায়নের লক্ষে পাকিস্তানি হানাদার বাহিনী ৯৯১ জন শিক্ষাবিদ, ১৩ জন সাংবাদিক,৪৯ জন চিকিৎসক, ৪২ জন আইনজীবী ও অন্যান্য শ্রেনী পেশার বুদ্ধিজীবীদের মধ্যে ১৬ জনকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করে।
যাদের মধ্যে উল্লেখযোগ্য দার্শনিক গোবিন্দ চন্দ্র দেব, বাংলা সাহিত্যিক মনির চৌধুরী, মোফাজ্জল হোসেন চৌধুরী, আনোয়ার পাশা, আ ন ম গোলাম মোস্তফা (সাংবাদিক), আলতাফ মাহমুদ (গীতিকার ও সুরকার),ধীরেন্দ্রনাথ দত্ত (রাজনীতিবিদ),রণপ্রসাদ (সমাজসেবক এবং দানবীর),যোগেশচন্দ্র ঘোষ (শিক্ষাবিদ, আয়ুর্বেদিক চিকিৎসক),জহির রায়হান (লেখক, চলচ্চিত্রকার),মেরুন্নেসা (কবি),আবুল কালাম আজাদ (শিক্ষাবিদ, গণিতজ্ঞ),নাজমুল হক সরকার (আইনজীবী),নতুন চন্দ্র সিংহ (সমাজসেবক, আয়ুর্বেদিক চিকিৎসক),রমণীকান্ত নন্দী (চিকিৎসক ও সমাজসেবক) সহ অনেকেই ।
শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ১৯৯১ সালে ঢাকার রায়েরবাগে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ প্রতিষ্ঠা করা হয়। প্রতিবছর ১৪ই ডিসেম্বর বাঙালি জাতি এই শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধার সাথে স্মরণ করে।
Leave a Reply