মোমেন আকন্দ,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরে কৃষকদের বাড়িতে চলছে আমন ধান ঘরে তুলার উৎসব। আমন ধানমগত অগ্রাহায়ন থেকে পৌষ মাসের মধ্যে কাটা হয়।
বাংলা ক্যালেন্ডারের হিসাবে আজ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ। তার মানে, কৃষকের ধান ক্ষেতে আমন ধান পরিপক্ষ হয়ে গেছে।আমন ধান নিয়ে কবি দীপঙ্কর বেরা লিখেছেন হেমন্তের আমন ধান পাকলে মাঠে মাঠে চাষিরা সব সোনালী দান হাসুয়া দিয়ে কাটে ঘরে ঘরে খুশির জোয়ার আসে অঘ্রাণ মাসে সকালবেলা শিশির পরে নরম কচি ঘাসে।
ঘাসের উপর শিশির পড়া বন্ধের আগেই কৃষক ধান কাটার জন্য মাঠে চলে যাচ্ছে। কেও কেও আবার ইতিমধ্যেই ধান ঘরে তুলেছেন। তাদের ধান প্রক্রিয়াজাতকরণের কাজ চলছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ও গোসিংগা ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘুরে দেখা গেছে, বর্তমানে বেশিরভাগ কৃষকই ধান কাটা নিয়ে ব্যস্ত সময় পার করছে। কৃষকদের যাদের এখনো ধানকাটা শুরু হয়নি তাদেরও কিছুদিনের মধ্যে ধান কাটা শুরু হবে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার এক কৃষকের সাথে কথা বলে জানা গেছে, এই বছর উনি আশানুরূপ ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছেন। উনি আশা করেন কোন সিন্ডিকেটের কবলে না পড়লে, ভালো লাভবান হতে পারবেন।
গাজীপুরের শ্রীপুরের মত সারা বাংলাদেশের চলছে আমন ধান ঘরে তোলার উৎসব। তাই শীতের এই শুরুর সময়ে, কৃষকরা মোটামুটি ব্যস্ত সময় পার করছেন। বাংলাদেশের অন্যতম আয়ের উৎস কৃষি কাজের প্রতি আমরা সবাই এটু গুরুত্ব দিলে কৃষিক্ষাতে আমাদের স্বাবলম্বী হওয়া সম্ভব।
Leave a Reply