সীতাকুণ্ড (চট্টগ্রাম)প্রতিনিধিঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী বানু বাজার এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে মুখোশধারী দূর্বৃত্তরা। শুক্রবার (২৪ নভেম্বর) ভোরে উপজেলার ভাটিয়ারী বানু বাজার এলাকায় ট্রাকে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।
স্থানীয়রা জানান, বানুর বাজারে একটি দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দিয়েছে।ট্রাকটির সামনের অংশ আগুনে পুড়ে গেছে।কারা আগুন ধরিয়ে দিয়েছে আমরা দেখিনি।
ট্রাকের মালিক জানান, মুখোশধারী কয়েকজন যুবক ভোরে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির এসআই সামিউর রহমান বলেন, ট্রাকে কারা আগুন দিয়েছে তদন্ত করা হচ্ছে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply