মোঃ কামরুল হাসান,চট্টগ্রাম প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ওই মোটরসাইকেলের তিন আরোহী নিহত ও একজন আহত হয়েছে। শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার ওয়াহেদুর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাইপাসে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. আকিব (১৮), একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে মো. জনি (১৬) ও ওয়াহেদপুর ইউনিয়নের উত্তর ওয়াহেদপুর গ্রামের আবুল কালামের ছেলে ইমাম হোসেন (১৫)। আহত বন্ধুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেলে চার বন্ধু মহাসড়কের চট্টগ্রামমুখী লেইন থেকে ছোটকমলন্দহ বাইপাস দিয়ে ঢাকামুখী লেইনে যাচ্ছিল। সড়কে দাঁড়িয়ে থাকা একটি কার্ভাডভ্যানের পেছনে ধাক্কা খাওয়ার পর মোটরসাইকেলটি সড়কের ডিভাইডারে গিয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হয় এবং একজন আহত হয়।
কুমিরা হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, দুর্ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে এবং মোটরসাইকেলসহ গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply