কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরে কাপাসিয়ায় হলি ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার প্রাইভেট হাসপাতালকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বিভিন্ন অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে গত ২৩ অক্টোবর সোমবার এই জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়,বৈধ কাগজপত্র না থাকায় এবং নিম্নমানের সেবাদানের অপরাধে ” মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারী ক্লিনিক ( নিয়ন্ত্রন) অধ্যাদেশ, ১৯৮২ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী নগদ ৫৫,০০০/ ( পঞ্চান্ন হাজার টাকা) জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ মামুনুর রহমান ভ্রাম্যমাণ আদালতের পেশকার শিবির আহমেদ প্রমুখ। অভিযানের সময় আরও কয়েকটি ক্লিনিককে সর্তক করা হয়।
Leave a Reply