একটি নিখোঁজ সংবাদঃ
নামঃ নুর নবী ইসলাম নিলয়, বয়স -১৭
বাবার নামঃ নুর ইসলাম সিকদার
মায়ের নামঃ নুপুর আক্তার
নূরনবী ২০২৩ এসএসসি পরীক্ষা দিয়েছে। সে বর্তমানে আশুলিয়া কলেজের ১ম বর্ষে অধ্যয়নরত। তার
বর্তমান ঠিকানা, ইয়াসিন বাগ,শুটিং বাড়ি,আশুলিয়া, সাভার, ঢাকা।
স্থায়ী ঠিকানা, থানা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর, বরিশাল।রক্তের গ্রুপ বি পজিটিভ।
ডাক নাম: নিলয়,মাথার মাঝখানে কাটা দাগ আছে, ছোট ছোট চুল,,পরনে ছিল লাল রঙের টি – শার্ট ও কালো প্যান্ট। পায়ে কালো জুতা, ,এবং মাথায় লাল ক্যাপ ছিল। সে বাসা থেকে গত ১৮ /১০/ ২০২৩ ইং বুধবার আনুমানিক বিকাল ৪ঃ৩০ মিনিটে বাসা হতে বের হয়ে যায়, এরপর আর ফিরে আসে নাই ।
নূরনবী তার বাবা মায়ের সাথে শাহজাহান দেওয়ানের ভাড়া বাসায় থাকতো। বাসার হোল্ডিং নাম্বার ৫৭, নূরনবীর বাবার মোবাইল নাম্বার 01799432670অথবা 01307630235/কোন সহৃদয়বান ব্যক্তি যদি নিখোঁজ নূরনবীর সন্ধান পেয়ে থাকেন তাহলে উপরোক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল।
এব্যাপারে আশুলিয়া থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে যাহার নং: ১৮৭০।
Leave a Reply