রাশেদুল ইসলাম,নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নে বিক্রিত সম্পত্তি দখল বুঝিয়ে না দিয়ে বাড়ি-ঘরে ভাংচুর করে উচ্ছেদের নাটক সাজিয়ে অপপ্রচার এবং মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরক্লার্ক এ মানববন্ধন- ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আবদুল হালিম মানিক, আলী হোসেন, রোকেয়া বেগমসহ পাঁচ শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন
মানববন্ধনকারীদের দাবি, আবদুল মান্নান ও তার মেয়ে কুসুম তাদের জমি বিক্রি করে দেওয়ার পরও তা দখল বুঝি না দিয়ে জোরপূর্বক ভোগ দখল করে রাখতে ভাংচুর ও উচ্ছেদ নাটক সাজিয়েছে। বিধবা কুসুম মথ্যিা রটিয়ে স্থানীয় মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার ও থানায় মামলা দিয়ে হয়রানি করছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিক্রিত সম্পত্তি দখল বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা।
গত বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে দখলীয় জমিতে ঘর ভাংচুর করে উচ্ছেদ নাটক সাজিয়ে নিজ মেয়ে কুসুমকে দিয়ে ইউপি সদস্য মো. এনায়েত উল্যাহ’সহ স্থানীয় লোকজনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করে। তাদের দেয়া মিথ্যা মামলা দায়েরের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
চরক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এডভোকেট মো. আবুল বাসার বলেন, জমির মালিক ইউসুফ ও ইব্রাহিম। তারা ৩ বছর আগে ৭ লাখ টাকা দিয়ে জমিটি কিনেছে। আমরা গৃহবধূ কুসুমকে অনেকবার বলেছি জমি বুঝিয়ে দিতে। তিনি না মানায় ইউসুফ ও ইব্রাহিমদের আইনের আশ্রয় নিতে বলেছি। কিন্তু গৃহবধূ উল্টো ঘর-বাড়ি উচ্ছেদের মামলা দিয়েছেন।
এ বিষয়ে চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস বলেন, উচ্ছেদের অভিযোগ এনে কুসুম নামের এক গৃহবধূ থানায় একটি মামলা দিয়েছেন। আমরা একজনকে গ্রেপ্তার করেছি।
Leave a Reply