1. admin@aparadhatallasi.com : admin :
রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুর সিটিতে নাগরিক সেবা পেতে হটলাইন চালু: ৬ কাউন্সিলরের ওয়ার্ডে দায়িত্ব বন্টন হরিপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ছাত্র-জনতার শহীদি মার্চ অনুষ্ঠিত কাপাসিয়া উপজেলা পূজা উদ্‌যাপন কমিটি রংপুরে লকার ও কালো কাগজের একটি বান্ডিল উদ্ধার সরকারি খাস “ক” তফসিলভূক্ত সম্পত্তি আত্মসাৎ, ঘুষ-দুর্নীতির আখড়া শ্রীপুরের রাজাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস শ্রীপুরে স্বামীর অন্ডকোষ কেটে দিলো ২য় স্ত্রী নীলফামারীতে আওয়ামী লীগের ১২৬ সহ সাবেক ওসি তানভিরুল ইসলামের বিরুদ্ধে মামলা হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে রংপুরে শহীদি মার্চ পালন ধান ক্ষেতের সাথে একেমন শত্রুতা রাজশাহীতে মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

নীলফামারীতে বন্যার পানিতে ব্রিজ দেবে যাওয়ায় ভোগান্তিতে হাজারো মানুষ

  • আপডেট সময় : শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ১৩৫ বার পঠিত

তপন দাস,নীলফামারী প্রতিনিধিঃ

 

নীলফামারীতে দীর্ঘ ৩ বছর আগে বন্যার পানির তীব্র স্নোতের কারনে তলদেশের মাটি শরে গিয়ে দেবে যাওয়া ব্রিজ টি সংস্কার হয়নি এখনো। এতে চরম ভোগান্তিতে পড়ছে ২ ইউনিয়নের প্রায় ২০ হাজার সাধারণ জনগন ।

ব্রিজ টি নীলফামারীর ডোমার উপজেলার ১০ নং হরিণ চড়া ইউনিয়নের ধরনীগন্জ এলাকায় অবস্থিত। ঝুঁকি পূর্ণ এই ব্রিজ টি দিয়ে চলাচল করে হরিণ চড়া ইউনিয়ন ও পার্শ্ববর্তি সোনারায় ইউনিয়নের প্রায় ২০ হাজার জনগণ । এছাড়া ও ব্রিজ টি দেবে যাওয়ার কারনে চলাচল করতে পারছে মালবাহী কোন ভাড়ি যানবাহন ২ কিলোর রাস্তায় ৫ কিলো রাস্তা ঘুরে উঠতে হয় প্রধান সড়কে , তাই মালামাল সঠিক সময় বাজার জাত করা নিয়ে ও চরম ভোগান্তিতে পড়ছে উক্ত এলাকার ব্যবসায়ীরা।
কয়েকজন পদচারী জানান ব্রিজ টি দেবে যাওয়ার কারনে তারা ভয় নিয়ে ব্রিজ টি পারাপার হয় এবং ইমারজেন্সী রোগী কে সময় মতো হাসপাতালে নিয়ে যেতে পারে না এবং এলাকায় কোন অগ্নি কান্ড ঘটলেও ব্রিজ টি দিয়ে আসতে পারে না কোন ফায়ার সার্ভিসের গাড়ি এবং কোন রোগী বহন কারী এ্যাম্বুলেন্স। তাই আমাদের সরকারের কাছে একটাই দাবি আমাদের এই ব্রিজ টি যেন ভেঙ্গে নতুন একটি ব্রিজ তৈরি করে দেন।

এবিষয়ে ১০ নং হরিণ চড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রাসেল রানা বলেন ব্রিজ টি নতুন ভাবে তৈরি করে দেয়ার জন্য উর্ধতন কর্মকর্তাকে জানিয়েছি তারা কবে ব্রিজ টি তৈরি করবে সেটা বলতে পারছি না তবে আমি চেষ্টা করছি আমার ইউনিয়নের লোক যেন দ্রুত এই ভোগান্তির হাত থেকে যেন রক্ষা পায়।

এদিকে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বলেন আমি কয়েকদিন হলো এখানে এসেছি তাই ব্রিজটির বিষয়ে আমি অবগত না তবে আমি উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে বিষয়টি জানাবো এবং আমি আগামী সপ্তাহে দেবে যাওয়া ব্রিজ টি পরিদর্শনে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park