মোঃমামুন মুন্সি,সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে চলতি শিক্ষাবর্ষে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফলাফল বিপর্যয়ের মাঝেও ভালো ফলাফল করে এগিয়ে লামাসানিয়া জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা,
অভিভাবক ও সচেতন মহলের অভিযোগ, এমন বিপর্যয়ের জন্য শিক্ষার্থীদের অবাধে স্মার্টফোন ব্যবহার,লেখাপড়ার মনোযোগ না দিয়ে আড্ডা দেওয়া, অভিভাবকদের উদাসীনতা, মানসম্মত অবকাঠামো.রাজনৈতিক বিবেচনায় শিক্ষক নিয়োগ, অদক্ষ শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষকের পদ শূন্য থাকায়,শিক্ষা উপকরণের সঙ্কট, প্রধান শিক্ষক প্রতিষ্ঠানে কম সময় দিয়ে রাজনৈতিক সভা সমাবেশে অংশগ্রহণ,প্রতিষ্ঠানে অনুপস্থিতি থাকা, শিক্ষকদের দায়সারা মনোভাবকেই দুষছেন সচেতন মহল। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা বিরাজ করছে।
সূত্রে জানা গেছে, দোয়ারাবাজার উপজেলায় চলতি শিক্ষাবর্ষে মোট ১৯টি স্কুল থেকে ২ হাজার ২শত ৫৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এর মধ্যে কৃতকার্য হয়েছেন ১হাজার ৪শত ১৯ জন ও জিপিএ-৫ পেয়েছেন ১৭জন। পাশের হার ৬২.৮৭
উপজেলায় ভাল ফলাফল করেছেন ক্যাপ্টেন হেলাল-খছরু উচ্চ বিদ্যালয়ে ৮৮জন শিক্ষার্থীর মধ্য কৃতকার্য হয়েছেন ৭৭জন,অকৃতকার্য ১০জন অনুপস্থিত ১জন পাশের হার ৮৭.৫ %। সোনাপুর মডেল উচ্চ বিদ্যালয় ৪৮জন শিক্ষার্থীর মধ্য কৃতকার্য হয়েছেন ৪২জন,অকৃতকার্য ৭জন, পাশের হার ৮৫.৪২% মুহিবুর রহমান মানিক সোনালী নুর উচ্চ বিদ্যালয়ের ৫৪জন শিক্ষার্থীর মধ্য কৃতকার্য হয়েছেন ৪৬জন,অকৃতকার্য ১০ জন পাশের হার ৮৫.১৯% টেংরা মাধ্যমিক বিদ্যালয়ের ৬৯ জন শিক্ষার্থীর মধ্য কৃতকার্য হয়েছেন ৫৮ জন,অকৃতকার্য ১১জন পাশের হার ৮৪.৬%
সবচেয়ে খারাপ ফলাফল করেছেন বোগলা স্কুল অ্যান্ড কলেজ ১৭৪জন শিক্ষার্থীর মধ্য কৃতকার্য হয়েছেন ৬৯ জন,অকৃতকার্য ১০৫ জন অনুপস্থিত ১জন পাশের হার ৩৯.৮৮% ঘিলাছড়া স্কুল অ্যান্ড কলেজ ১৮৯জন শিক্ষার্থীর মধ্য কৃতকার্য হয়েছেন ৭৭জন,অকৃতকার্য ১১২জন অনুপস্থিত ১জন,পাশের হার ৪১.১৮% বাশতলা চৌধুরীপাড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের
৬৬জন শিক্ষার্থীর মধ্য কৃতকার্য হয়েছেন ২৮জন,অকৃতকার্য ৩৮জন অনুপস্থিত ২জন ৪৩.৭৫
বড়খাল স্কুল অ্যান্ড কলেজের ১৮৩জন শিক্ষার্থীর মধ্য কৃতকার্য হয়েছেন ৮০ জন,অকৃতকার্য ১০৩জন অনুপস্থিত ৫ জন।পাশের হার ৪৪.৯৪%
মোট ১০টি মাদ্রাসা থেকে ৫শত ২৭জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন এর মধ্যে কৃতকার্য হয়েছেন ৪শত ২৫জন ও জিপিএ-৫ পেয়েছেন ২জন
পাশের হার ৮০.৬৪।
সবচেয়ে ভালো ফলাফল করেছেন লামাসানিয়া দাখিল মাদ্রাসা ৬৩জন শিক্ষার্থীর মধ্য কৃতকার্য হয়েছেন ৫৯ জন,অকৃতকার্য ৪জন পাশের হার ৯৩.৬৫
সবচেয়ে খারাপ ফলাফল চামতলা ইসলামীয়া দাখিল মাদ্রাসা ৪২জন শিক্ষার্থীর মধ্য কৃতকার্য হয়েছেন ২৭ জন,অকৃতকার্য ১৫জন পাশের হার ৬৪.২৯%
সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন করোনার প্রভাব গণিত ও ইংরেজিতে ফলাফল খারাপ হওয়ার কারণে ফলাফল খারাপ হয়েছে।
Leave a Reply