মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
‘‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য-একটু সহানুভুতি কি, মানুষ পেতে পারেনা ও বন্ধু’’ যশোরের অভয়নগরে শিশু মোস্তাকিমের (১০) দু চোখের আলো ফিরে পেতে দরকার ৩ লক্ষ্য টাকা। উপজেলার মহাকাল গ্রামের সোহাগ আলীর ছেলে মোস্তাকিম বিভিন্ন ডাক্তার দেখিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেও ঠিক হযনি তার দুটি চোখ। সে ফিরে পেতে চাই তার দু চোখের দৃষ্টি।মোস্তাকিমের পিতা সোহাগ আলী বলেন, আমি সামান্ন চায়ের দোকানদার। আমার ছেলে আলিপুর মুজাদ্দেদিয়া মাদরাসায় হাফেজি বিভাগের ছাত্র। তিন মাস আগে মদরাসার ছাত্ররা খেলাধুলা করছিলো আর আমার ছেলে মোস্তাকিম তা পাশে দাড়িয়ে দেখছিলো।
হঠাৎ একটি মাটির দলা এসে তার বাম চোখে আঘাত হানে। পরবর্তীতে পরিস্থিতি আস্তে আস্তে খারাপ দেখলে আমরা ডাক্তারের কাছে নিয়ে যায়। বিভিন্ন প্রাইভেট হাসপাতাল ও সরকারি হাসপাতালে চিকিৎসা দিয়েও তার চোখের কোন পরিবর্তন হয় না। পরে ঢাকায় চক্ষু বিজ্ঞানী ইনস্টিটিউট হাসপাতাল ও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে পরীক্ষা করে ডাক্তার বলেন, আমার ছেলের দুটি চোখের ‘রেটিনা’ কেটে গেছে। খুবই দ্রæত তার অপারেশন করা দরকার তা না হলে সে আর কখনোই চোখে দেখতে পারবে না। দরিদ্র পরিবার সামান্য চায়ের দোকানদারি করে আমার সংসার চলে।
অপারেশন করতে প্রায় ৩ লক্ষ টাকা খরচ হবে। আমার ছেলের চোখের অপারেশন দ্রুত না করলে সে সারাজীবনের জন্য অন্ধ হয়ে যাবে। আমাদের মত দরিদ্র পরিবারের পক্ষে এতো টাকা গোছানো অসম্ভব। তাই সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের নিকট আর্থিক সহযোগিতা কামনা করছি। আপনাদের সহযোগিতায় আমার ছেলের অপারেশন ও চিকিৎসা করানো সম্ভব। সাহায্যের জন্য যোগাযোগ করুন, সোহাগ আলী বিকাশ নং- ০১৭০৯-০৪৪৪৪২।
Leave a Reply