1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে তাহির হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে তুষার কান্তি মন্ডল শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ, দুই নারীসহ আহত ৪, ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টির অভিযোগ শ্রীপুরে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম উৎযাপন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেননা—হরিপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা

ইএসডিও রাজশাহীর মাধ্যমে বর্ষাকালীন ছাতা পেলেন এসইপি উদ্যোক্তারা-দৈনিক অপরাধ তল্লাশি 

  • আপডেট সময় : বুধবার, ২৪ মে, ২০২৩
  • ২০২ বার পঠিত

রাজশাহী ব্যুরোঃ

 

রাজশাহীতে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সার্বিক সহযোগিতায় ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে বর্ষাকালীন ছাতা বিতরণ করেছে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)।

বুধবার (২৪ মে) সকাল ১০.৩০ মিনিটে ইএসডিও এর রাজশাহীস্থ (উপশহর ২-নং সেক্টর) কার্যালয়ে এই ছাতা বিতরণ করা হয়। প্রজেক্ট ম্যানেজার মো: লিটনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ইএসডিও’ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর যামিনী কুমার রায়। এসময় ২৩ জন ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে দুইটি করে ছাতা উপহার দেওয়া হয়। এসময় আমন্ত্রিত অতিথি যামিনী কুমার রায় ক্ষুদ্র উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলেন, সুস্থ্য চিন্তা ও ব্যবসায় সততা যেকোন মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায় এবং সফলতা পায়। আমার বিশ্বাস আপনারাও সততার সাথে ব্যবসা করছেন। তার উৎকৃষ্ট উদাহরন আপনারাই। আজ আপনারা যে প্লাটফর্মে দাঁড়িয়ে আছেন এই ইএসডিও মাত্র চৌদ্দ হাজার দুইশত ত্রিশ টাকা নিয়ে শুরু করেছিলেন। অথচ আজ ইএসডিও’র প্রায় নয়শত কোটি টাকা মাঠ পর্যায়ে রয়েছে। এই সফলতার প্রধান কারন সুস্থ্য চিন্তা ও সততা। বর্তমান সরকার উন্নত রাষ্ট্রের চিন্তা করছে। এই উন্নয়নশীল দেশ গড়তে হলে অবশ্যই ক্ষুদ্র উদ্যোক্তাদের গুরুত্ব অপরিসীম হবে। পরে সকলের সফলতা ও সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করেন।

 

তবে যামিনী’র এমন বক্তব্যের পরে নগরীর পাঠানপাড়া এলাকার দুলাল হোসেনের স্ত্রী সাবানা বেগম বলেন, ইএসডিও থেকে টাকা নিয়ে আমি সাবলম্বি হয়েছি। আমি প্রথমে এখান থেকে ১ লক্ষ টাকা নিয়ে শুরু করেছিলাম। আমার দোকান রাজশাহী পদ্মা গার্ডেনে। সেখানে আমার এখন দুইটা দোকান রয়েছে। আমার মত অনেক ক্ষুদ্র ব্যবসায়ীরা সাবলম্বি হয়েছে ইএসডিও থেকে ঋণ নিয়ে। সামান্য উপহার হলেও বর্ষাকালীন ছাতা পেয় আজকে আমরা আনন্দিত।

এসময় উপস্থিত ছিলেন ইএসডিও’র জোনাল ম্যানেজার ওমর ফারুক, জেলা ম্যানেজার মোঃ মহিদুল হাসান মানিক, একাউন্ট এন্ড প্রকিউরমেন্ট অফিসার মোঃ রাকিব হাসান, উপশহর শাখার এমআইএস ইউসুফ আলী, মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ মঞ্জুরুল ইসলাম, টেকনিক্যাল অফিসার ফারজানা আক্তার উপস্থিত ছিলেন।

পরে ইএসডিও’র প্রজেক্ট ম্যানেজার লিটনের সাথে কথা বললে তিনি ইএসডিও এর কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমরা পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর থেকে সব সময় সহযোীতায় পেয়েছি, এখনো পাচ্ছি।

 

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র মাধ্যমে বাস্তবায়িত “টেকসই ও স্বাস্থ্যকর উপায়ে বাংলাদেশের রেস্তোরাঁ এবং পথখাদ্য ব্যবস্থার উন্নয়ন ত্বরান্বিতকরণ (স্ট্রীট ফুড)” নিয়ে কাজ করছে। ক্ষুদ্র উদ্যোক্তাদের আরো উদ্যোগি করতে আজকে মোট ২৩ জন ক্ষুদ্র উদ্যোক্তার মাঝে বর্ষাকালীন ছাতা বিতরণ করেছি। আগামীতেও এধরনের কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park