কবিতা..
লেখকঃ মোহাম্মদ হোসাইন..
গড়বো সমাজ সবাই মিলে..
সবাই মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ
রক্ত দিব মন খুলে, বাচাবো প্রাণ সবাই মিলে,
হাসবে রুগী বাঁচবে প্রাণ, রক্তদাতা কে করব সম্মান,
রক্ত দিতে নেই গো ভয় আমার যদি সম্ভব হয়।
লড়বো আমি দেশের জন্য দেখবে সবাই মিলে
মানব সেবা করবো আমি একটু উৎসাহ পেলে,
আমরা কেউ থাকবো না পিছে যাবো সবাই মিলে
সমাজসেবা করবো আমরা সবাই মিলে মিশে।
নামাজ পড়বো সবাই মিলে রাখবো রোজা আমরা
কেউ যেন বলতে না পারে আমরা সমাজের বোঝা.
সবার মনে শান্তি থাকবে হাসবো সবাই মিলে
শান্তি পাবো আমরা সবাই আল্লাহ খুশি হলে।
সম্পাদকের কিছু কথাঃতরুন লেখক মোহাম্মদ হোসাইন এর লেখাতে একটা প্রতিবাদ রয়েছে,এবং লেখকের লেখার মাঝে আছে ভাব,আছে সমাজ পরিবর্তন করার আহ্বান, এবং বিশেষ করে ধর্মীয় কিছু দিক রয়েছে,আমি লেখকের দীর্ঘায়ূ কামনা করছি এবং অপরাধ তল্লাশি এর পরিবারের পক্ষ থেকে লেখকের জন্য শুভ কামনা ও দোয়া রইলো।
Leave a Reply