এইচএম শাহীন, শ্রীপুর উপজেলা প্রতিনিধিঃ
দুনিয়ায় মজদুর একহও লড়াই করো এই স্লোগান কে বুকে ধারণ করে জাতীয় শ্রমিকলীগ এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে। বৃহস্পতিবার (৪ মে) জাতীয় শ্রমিকলীগ বরমী ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির আহ্বায়ক হিসেবে মনোনীত হয় মারুফ শেখ মুক্তার। যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন বরমী ইউনিয়নের মানবাধিকার কর্মী মোঃ জসিম উদ্দিন ব্যাপারী। জাতীয় শ্রীমিকলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করার পর যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন ব্যাপারী সাংবাদিকদের বলেন তিনাকে বরমী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হিসেবে নির্বাচিত করায় শ্রীপুর উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সহ, সকলের প্রতি চির কৃতজ্ঞ। তিনি আরো বলেন উক্ত সংগঠনের মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্য কাজ করে যাবেন।
এবং তিনি আরো বলেন দিনমজুর এবং শ্রমিকদের ন্যায্য মূল্য দিতে হবে এবং শ্রমিকরা যেন অন্যায় ভাবে নির্যাতিত না হয় সে দিকে বিশেষ দৃষ্টি রাখবেন। জসিম উদ্দিন আরো বলেন বর্তমানে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য জাতীয় শ্রমিকলীগ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।
জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সংস্থাটির বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট নুর কুতুব আলম মান্নান, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন আজম খসরু।
জাতীয় শ্রমিকলীগ ১৯৬৯ সালে বাঙালি জাতীয়তাবাদ ধর্মনিরপেক্ষতা মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে গঠিত হয়। জাতীয় শ্রমিকলীগের সদর দপ্তর ঢাকায় অবস্থিত, উক্ত সংস্থাটি আন্তর্জাতিক ট্রেড ইউনিয়ন কনফেডারেশন এর অধিভুক্ত হয়েছে।
বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় জাতীয় শ্রমিকলীগের কমিটি রয়েছে বলেও জানা যায়। তারই ধারাবাহিকতায় বরমী ইউনিয়ন শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। তবে এই কমিটির মেয়াদ সম্পর্কে জানতে চাইলে জসিম উদ্দিন বলেন তিন মাসের মধ্যে বরমী ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড পর্যায়ে কমিটি দিয়ে তার পরে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হইবে।
Leave a Reply