সিরাজুল ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি;
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৬নং ভাতুড়িয়া ইউনিয়নের ঘাটিয়াল পুকুর পাড়ে। ১৪ সন্তানের জনক এই বৃদ্ধ খইমুদ্দিন(১০৩), অভাব আর অনটনের কারণে স্ত্রী মালেকা(৭০)বছর কে নিয়েই তার সংসার জীবন। এত সন্তান থাকা সত্ত্বেও এই বয়সে দেখভাল করার লোক নেই তার, তার সাথে কথা হলে তিনি জানান আমার বড় সন্তান অনেক আগে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছে তার,বর্তমানে দুই সন্তান আমার কাছে লালিত পালিত হচ্ছে, আমার বউমাও সন্তানদের ছেড়ে চলে গেছে। আমার বাকি সন্তানেরা মাঝে মধ্যে খোঁজ খবর রাখলেও তাদের আর্থিক অবস্থা তেমন ভালো নেই,তাই এই বয়সে এসে জীবন বাঁচানোর তাগিদে, ছোট একটা ভাংরী দোকান করেই জীবন যুদ্ধে লড়ে যাচ্ছি। তিনি জানান আমি এবং আমার স্ত্রী খুব সকালে শীতকে উপেক্ষা করে উঠি, এই বয়সে আমার স্ত্রী আমার ছোট এই ভাংরী দোকানের পসরা সাজিয়ে দেন, সারাদিনে ইনকাম হয় তাই দিয়ে সংসার চলে, আর যদি ইনকাম না হয় উপস থাকতে হয়,আমার জায়গা জমি বলতে কিছুই নেই ছোট একটা ঝুপড়ি ঘরের মধ্যে বসবাস,আজ থেকে ৩০বছর যাবত আমি এভাবে সংসার জীবনে লড়াই করে যাচ্ছি এ যাবত আমার এই দূর্বিষহ জীবনে আর্থিক সাহায্যের হাত কেউ বাড়িয়ে দেয়নি খুব কষ্টে দিন যাবন করতে হচ্ছে আমাদের,তাই ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে উপজেলা প্রশাসনের কাছে এবং উচ্চ পদস্থ কর্মকর্তা গনের কাছে সবিনয় অনুরোধ আমার পরিবারের পাশে দাড়ান।
Leave a Reply