কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া থানা পুলিশের আয়োজনে, থানা প্রাঙ্গনে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে পুলিশের সঙ্গে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে জনসাধারণের অংশগ্রহণে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,জেলা পুলিশ সুপার ডা: চৌধুরী মোহাম্মদ যাবের সাদেক।
থানা অফিসার ইনচার্জ ওসি কামাল হোসেনের সভাপতিত্বে ও পুলিশ উপ-পরিদর্শক আমিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,গাজীপুর জেলা জামায়াতে নায়েবে আমির মাওলানা সেফাউল হক,অতিরিক্ত পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আজগর হোসেন খাঁন,সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন প্রমুখ।আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পুলিশ সুপার ডা. চৌধুরী মো: যাবের বলেন, মাদকবিরোধী, নারী নির্যাতন, কিশোর গ্যাং বাল্যবিবাহ, যানজটসহ চাঁদাবাজি বন্দে সুষ্ঠ সুন্দর সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে। এ সময় স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক:
এসএম মাসুদ
কাপাসিয়া গাজীপুর।
Leave a Reply