শেখ মোঃ হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টারঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার, বদনি ভাঙ্গা গ্রামে গহিন বনে এবং জনবসতি এলাকায় এক স্বার্থন্বেষী মহল। গড়ে তুলেন পুরাতন অকেজো ব্যাটারির কারখানা।
(৭’ই জানুয়ারি ২০২৫) মঙ্গলবার, উপজেলার বদনি ভাঙা গ্রামে গহিন বনে ব্যাটারি কারখানায়, ভ্রাম্যমান আদালত পরিচালনা করে, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আতাহার শাকিল, ১’লক্ষ টাকা অর্থ দন্ডসহ ২জন’কে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে, একজনে ৬ মাস অন্যকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
ওই এলাকার এক স্বার্থন্বেষী মহল, ব্যাটারির বিষাক্ত এসিড, ভিতরের পানি ও সিসা রিপেয়ারে যে প্রকৃতিক পরিবেশ বিপর্যয় ঘটছে এ অপরনীয় ক্ষতি। স্থানীয় লোক জনের সহযোগীতায় সরকারি অনুমোদনহীন এমন একটি কারখানার সন্ধান পেয়ে। শ্রীপুর উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে এ কারখানা গুড়িয়ে দেওয়া হয় এবং ফৌজদার কার্যবিধ ২৪৫ ও ২৫৮ ধারা রায়ে ০১নং মামলার আসামি মোঃ জহির শিকদার (৬০) পিতা মৃত জাবেদ আলী সিকদার সাং ফুডনগর, সিংগাইর, মানিকগঞ্জ কে ০৬ মাস, এবং ০২ নং মামলার আসামি মোঃ সুমন মিয়া(২৫) পিতা মোখসেদ আলী সাং-বারহা,পূর্ব খলা, নেত্রকোনা’কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন অপরাধ-১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(গ) ধারা/১৫(১) এর ৬ ধারায় ০৩ (তিন) মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং আসামিদের কে জেলা কারাগার, গাজীপুরে প্রেরণ করা হয়।
উপজেলা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বর্তমান ইএনও মহোদ্বয়ে নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে শ্রীপুর উপজেলা কে অপরাধমূলক নৈরাজ্যের হাত থেকে রক্ষা করে চলছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইতিমধ্যে প্রশংসিত হয়েছেন শ্রীপুর উপজেলা (ভূমি) সহকারী কর্মকর্তা আতাহার শাকিল।
Leave a Reply