শেখ মোঃ হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টারঃ
১৬’ই ডিসেম্বার মহান বিজয় দিবসে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষে থেকে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন, শ্রীপুর রিপোর্টার ক্লাবের সভাপতি আলফাজ উদ্দিন স্বপন, সাধারণ সম্পাদক হাজী আসাদুজ্জামান ও যুগ্ম সাধারণ সম্পাদক, আল আমিন । ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদকের নেতৃত্বে শ্রীপুরে স্বাধীনতা যুদ্ধে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় সংগঠনের শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি, আলফাজ উদ্দিন স্বপন বলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার জন্য জুলাই আগস্ট গণঅভ্যুথানের বিপ্লবকে ধারণ করে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, বিজয়ের ৫৩ বছরেও বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। আমরা সাংবাদিকতার স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হলে, আমরা আমাদের বিজয়ের প্রকৃত সুফল অর্জন করতে পারব। এ সময় তিনি আরো বলেন, অনেক নিরঅপরাধ সাংবাদিক কে অহেতুক মামলা দিয়ে হয়রানি করছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের অন্তর্র্বতী সরকারের কাছে দাবী অহেতুক যেন কোন সাংবাদিকদের মামলায় জড়ানো না হয় । এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দরা।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, ১৯৭১ সালে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে পাক হানাদার বাহিনীকে পরাজিত করার মাধ্যমে ঐ বছর ১৬’ই ডিসেম্বর বিজয় অর্জিত হয়। আমরা পেয়েছি মহান স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা ও একটি মানচিত্র। দেশের অদম্যবীর মুক্তিযোদ্ধারা জীবন বাজী রেখে এ বিজয় ছিনিয়ে এনে আমাদেরকে বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। আজকের এ মহান দিনে আমরা সে সব শহীদ বীর সেনা ও জুলাই-২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জীবন উৎস্বর্গকারী বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজ্বী আসাদুজ্জামান বলেন, অশুভ শক্তি নীলনক্শা বাস্তবায়নে রক্তপাতের ওপরই নির্ভর করেছে। ওদের হাত থেকে প্রিয় মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে বিপদমুক্ত করতে মহান বিজয় দিবসের প্রেরণায় বলীয়ান হয়ে আমাদের জাতীয় ঐক্য গড়ে উঠে। দেশে আবার স্বাধীনতা-সার্বভৌমত্বের সুরক্ষা ও শক্তিশালী গণতন্ত্রের পুনরুজ্জীবনের প্রত্যাশা জেগে উঠেছে।
মহান বিজয় দিবসে, শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে সকলকে জানাই বিজয়ের শুভেচ্ছা ও শহীদ হওয়া সকল বীর শহীদদের প্রতি, বিনম্র শ্রদ্ধা।
এ সময় সাংবাদিক নেতৃবৃন্দরা আরো বলেন, স্বাধীনতার যুদ্ধে নিহত বীর শহিদদের আত্মার মাগফিরাত কামনা করি। এছাড়া পরাধীনতার হাত থেকে দেশের বিজয় অর্জনে সব মা-বোন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন- তাদের প্রতি রইল সশ্রদ্ধ সালাম ও বিনম্র শ্রদ্ধা।
Leave a Reply