1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা বান্দরবানের “লামায় মহান ১২ ই রবিউল আউয়াল যশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী পালিত রংপুরে দাফনের ৫৮ দিন পর লাশ উত্তোলন ফুলবাড়ীতে বালু ভর্তি ট্রাক্টর থেকে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবাররি আটক লোহাগাড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্রদের নিয়ে নবীন বরণ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়

দৈনিক সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক-পরিচয়দাতা আল-আমিন সরদার চাঁদাবাজি মামলায় গ্রেফতার-দৈনিক অপরাধ তল্লাশি 

  • আপডেট সময় : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৫৪ বার পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার কাশিয়াডাঙ্গা গ্ৰামের মোঃ তুব্বাত সরদারের পুত্র মোঃ আল আমিন সরদার(২৮),এর বিরুদ্ধে যশোর মনিরামপুর থানার শামকুড় এলাকার মোঃ মোক্তার আলী সরদারের পুত্র মোঃ ইলিয়াস হোসেন(৪০) বাদী হইয়া ১৭/০৪/২৩ ইংরেজি তারিখে।

পাটকেলঘাটা থানায়,, ৪০ হাজার টাকার একটি চাঁদাবাজি মামলা দায়ের করে যার কোড-নাম্বার ১৮৬০- দ্বারা ৩৮৫/৩৮৭ রুজু করা হইলে, গতকাল রাত অনুমান,১০.৩০ ঘটিকায় দায়িত্বরত অফিসার বিশ্বজিৎ কুমার, আল-আমিন সরদার কে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

অভিযোগে ইদ্রিস হোসেন বলেন আমি দৈনিক যশোর পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি হিসেবে কর্মরত আছি, সেই সুবাদে আল আমিন সরদার সোনার বাংলাদেশ পত্রিকার সম্পাদক পরিচয় দিলে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়, এ ঘনিষ্ঠতা থাকার কারণে আলামিন বিভিন্ন সময় বিভিন্ন কারণে আমার কাছে নগদ টাকা-পয়সা ধার/ঋণ হিসেবে দাবি করে, আমি ঋণ না দেওয়াই আমার প্রতি চাপা ক্ষোভ শত্রুতা পোষণ করতে সুযোগ খুঁজতে থাকে।

 

এক পর্যায়ে আল-আমিন সরদার, আমার ব্যবহারিত মুঠোফোনে কল দিয়া আমাকে নারী কেলেঙ্কারি সহ স্থানীয় বিষয়াদি লইয়া মিথ্যা অপবাদ সৃষ্টি করিয়া আমাকে হুমকি দিতে থাকে এবং তার সোনার বাংলাদেশ পত্রিকায় অনলাইন পোর্টালে উক্ত নারি কেলেঙ্কারি সহ মিথ্যা সংবাদ প্রকাশ করিলে , আমি কর্মরত দৈনিক যশোর পত্রিকার ভ্রাম্যমান প্রতিনিধি পদচ্যুত সহ স্থানীয়ভাবে আমার সম্মানহানি ও আমার ব্যবসার ভীষণ ক্ষতি হতে থাকে, আল আমিন সরদার আমাকে ক্ষতিসাধন করিবে জানাইয়া হুমকি প্রদর্শন পূর্বক ৪০,০০০ চল্লিশ হাজার টাকা চাঁদা যাওয়া শুরু করেন, একপর্যায়ে সম্মানহানি ও ভয়ভীতির কারণে আমি তার বিকাশ/ নগদ নাম্বারে অর্থ প্রদান করা শুরু করি, কিন্তু আতঙ্কিত চাঁদাবাজ আল-আমিন সরদার এর চাহিদা যেন শেষ হচ্ছে না, আমি এ ঘটনাকে কেন্দ্র করে আতঙ্কিত হয়ে পড়লে আমার গ্রামের আইনের প্রতি শ্রদ্ধাশীল ভাই বন্ধুদের সহায়তায় আমি সাতক্ষীরা পাটকেলঘাটা থানায় অভিযোগ এজহার করি।

প্রতক্ষদর্শী জানান পঞ্চম শ্রেণীর ছাত্র আল-আমিন সর্দার পত্রিকার সম্পাদক পরিচয় দিয়ে এলাকার জনসাধারণের কাছে ভীষণ আলোচিত এবং চাঁদাবাজি ও মানহানিতে আতঙ্ক।

এ ব্যাপারে স্থানীয় গণমাধ্যম কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এলাকার মান ক্ষুন্ন হয়েছে বলে ভীষণভাবে ক্ষোভ প্রকাশ করেন, এবং সুষ্ঠু বিচারের দাবি জানান।

পাটকেলঘাটা থানার ওসি কাঞ্চন কুমার রায় জানান, মাদক মামলা, নারি কেলেঙ্কারী ও চাঁদাবাজী সহ একাধিক মামলা রয়েছে এই ভুয়া সাংবাদিক আল আমিন সরদারের নামে,বর্তমানে সে আমাদের থানার হেফাজতে রয়েছে, কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park