1. admin@aparadhatallasi.com : admin :
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীপুরে  যমুনা এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে এলাকাবাসীর মানববন্ধন মুন্সীগঞ্জে পুলিশ লাইন্সে বিভাগীয় পদোন্নতি পরীক্ষা প্যারেড অনুষ্ঠিত রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের  বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত  সব নিত্যপণ্যের দাম দফায় দফায় বেড়েই চলেছে সবজিও এখন বিলাসী পণ্য মুন্সীগঞ্জে আন্ত:জেলা ডাকাত চক্রের ৮ সদস্য অভিযানে গ্রেপ্তার বেনাপোল ইমিগ্রেশনে কিশোর আদীল হত্যা মামলার আসামি গ্রেফতার মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ৩ বিএনপিনেতা জনির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল গাজীপুরে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেতার সংবাদ সম্মেলন খুলনায় এবারও শীর্ষে দারুল কুরআন সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা

শীতলক্ষ্যা নদী ভাঙ্গন রোধ, সৌন্দর্য্য ও পরিবেশ রক্ষায় বালু বিক্রি বন্ধের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন বিক্ষোভ

  • আপডেট সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫ বার পঠিত

সংবাদদাতা,কাপাসিয়া (গাজীপুর)

শীতলক্ষ্যা নদী ভাঙ্গন রোধ, সৌন্দর্য্য ও পরিবেশ রক্ষায় বালু বিক্রি বন্ধের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা,বাজার ব্যবসায়ী, মসজিদ কমিটির মুসুল্লি, ইউনিয়ন পরিষদের ও তফসিল অফিসসহ এলাকার  দুই শতাধিক মানুষ অংশ গ্রহণ করেছে।

আজ শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় কাপাসিয়া উপজেলার দূর্গাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে নদীর তীরে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়েছে।

বক্তারা বলেন, শীতলক্ষ্যা নদীর শতবর্ষী ঐতিহাসিক ধাঁধার চর ও রানীগন্জ বাজারসহ আশপাশের এলাকা থেকে বালু নিলে এলাকার বাড়ী ঘর ভেংগে যাবে। এ বালু কেটে নেওয়া হলে অনেক সমস্যা হবে। এই জায়গায় বালু না থাকলে এক সময় বাজারসহ আশপাশের সব স্থাপনা ভেংগে যাবে।

নদীর তীরবর্তীর বাড়ি গাঁও গ্রামের বাসিন্দা শরীফ ফকির বলেন, বালু কাটা চলবেনা। এই এলাকার স্থানীয় ইউনিয়ন পরিষদ,তফসিল অফিস, বাজার মসজিদ সহ নদীর আশপাশে অসংখ্য স্থাপনা নদী ভাঙ্গন থেকে বাঁচাতে হবে।

তিনি বলেন, একটি কুচক্রী মহল শতবর্ষী ঐতিহাসিক রানীগন্জ বাজারসহ নদী থেকে বালু কাটার পায়তারা করছে। আমার খবর পাইছি, এই বালু কাটতে আসবে। আমি বলবো, বালু বিক্রি করতে হবে কিনা, তা আগে দেখে যেতে হবে।

বাজার ব্যবসায়ী সোলায়মান মোল্লা বলেন, এই খানে একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে। এই বালু কেটে এ পরিবেশ নষ্ট করা যাবে না।

রানিগঞ্জ বাজার জামে মসজিদ ইমাম বলেন আজিজুল ইসলাম বলেন, এই খেয়া ঘাটের ঐতিহ্য আমাদের ঠিক রাখতে হবে। সুস্পষ্ট ভাবে জানতে পারছি, এই খেয়াঘাটের বালু কেটে নেওয়া হবে। আমরা বালু চড়ে রক্ত দিব কিন্তু বালু নিতে দিবনা।

বাজার ব্যবসায়ী নুরুল হক বলেন, ভাওয়ালের রানীর নামে রানীগঞ্জ আর এই রানী গন্জ বাজার খেয়াঘাট থেকে বালু বিক্রি হবে তা হতে দিবনা।
এটা বিক্রির ব্যবস্থা করলেও আমরা জীবন দিবো কিন্তু শীতলক্ষ্যা নদী রক্ষায় এবং পরিবেশ রক্ষায় বালু নিতে দিবনা।

বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বলেন, এই জায়গাটা মুক্তিযোদ্ধাদের জন্য ছিলো। পরে সরকার মনে করেছে ভাংগন রক্ষায় এই জায়গায় বালু উঠাইছে। আমরা বাজার ও আশপাশের স্থাপনা রক্ষায় এখানে সরকারের কাজের জন্য সরকারকে এটা দিয়েছিলাম। এখন এই খান থেকে বালু নিয়ে গেলে সব ভেংগে যাবে। এটা আমরা হতে দিবনা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম লুৎফর রহমান বলেন,শীতলক্ষ্যা নদীর এই খেয়াঘাট থেকে উত্তোলিত মাটি/ বালি বিক্রির বিষয়ে আলোচনা চলছে। এ বিষয়ে বিক্রয় সংক্রান্ত নিলাম কমিটির সভা হবে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে এলাকার মানুষ যেহেতু বিষয়টি নিয়ে অভিযোগ তুলেছে, সে জন্য আমরাও বিষয়টি দেখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park