বিদ্যুৎ চন্দ্র বর্মন,স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধা সুন্দরগঞ্জে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে। (২৫শে ফেব্রুয়ারী)রোজ শনিবার সকাল ১০ টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর মাঠে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ মেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ফজলুল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ২৯ গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল আলম সরকার লেবু , উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, সুন্দরগঞ্জ পৌরসভার মেয়র,আব্দুর রশিদ সরকার ডাবলু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃজাফর আহম্মেদ লস্করসহ উদ্যোক্তা খামারীগণ।
মেলায় উন্নত জাতের গাভী, বাছুর, ষাড়, মহিষ, ঘোড়া, দুম্বা, ছাগল ভেড়া, হাঁস- মুরগী, শৌখিন পাখি কবুতর , ময়না, টিয়া , ঘুঘুসহ দেশি বিদেশি বিভিন্ন জাতের প্রানি দুগ্ধজাত পণ্য মিষ্টি, দই, মাখন, সন্দেস ক্ষীরমন ছানা, মাংস প্রক্রিয়াজাত টিকা,ও ঔষধ সরবারহ, প্রাণিজাত পন্য উৎপাদন ও সংরক্ষণ পদ্ধতি এবং বাজারজাতকরণ প্রযুক্তি প্রদর্শন করা হয়।
Leave a Reply