এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরে কাপাসিয়ায় সদর ইউনিয়নের বাঁশতলা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা প্রধান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৬ জুন) বিকেলে এ অভিযান পরিচালনা করা ।
ভ্রাম্যমান আদালতে নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম লুৎফুর রহমান বলেন,ভাই ভাই বেকারি মালিকে অপরিষ্কার অপরিচ্ছন্ন নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় এ জরিমানা করা হয়। অপরদিকে পাবুর চৌরাস্তা মোরে জেসমিন বেকারীকে একই অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৭/৩৮ ধারায় পৃথক দুটি মামলায় একেক জনকে ২৫ হাজার করে দুটি মামলায় মোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
উপজেলা নিবার্হী অফিসার(ইউএনও) একেএম লুৎফর রহমান বেকারি মালিকগনদের বলেন, মানসম্পন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদনসহ সকল কর্মচারীকে নির্ধারিত পোশাক পড়ে কাজ করার নির্দেশনা দেওয়া দেন। প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক এ জরিমানা করা হয়েছে। তারা সংশোধিত না হলে পরবর্তীতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply