কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১২টায় উপজেলা পরিষদে সভাকক্ষেএই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের প্রেসিডিয়া সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন,সহকারী কমিশনার ভুমি নাজমুল হুসাইন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান,থানা অফিসার ইনচার্জ এ এইচএম লুৎফুল কবির,উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ ইউপি চেয়ারম্যানগন,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য,স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ-সময় সাংসদ সিমিন হোসেন রিমি বর্তমান পরিস্থিতিতে সারা দেশের অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনার বর্ননা দিয়ে বলেন, মাদকবিরোধী কার্যক্রমটিকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই। মাদক ও জঙ্গীবাদ নির্মূলে সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে।
স্থানীয় জনপ্রতিনিধি প্রশাসন কে সহযোগিতা করলে সমাজ থেকে সকল প্রকার অপরাধ দমন করা যাবে। তাই সকলে আন্তরিক হয়ে সরকারের পদক্ষেপ বাস্তবায়নে একত্রে কাজ করতে হবে।সমাজের সব স্তরের নাগরিকদের যুক্ত করে সরকারের রূপকল্প বাস্তবায়নে সহায়ক শক্তি হিসেবে কাজ করব। উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারসহ সন্ত্রাসী,চাঁদাবাজি, কিশোর গ্যাং,ইভটিজিং,মুক্ত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
Leave a Reply