এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
“প্রাণিসম্পদে ভরবো দেশ” গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস প্রাণিসম্পদ মন্ত্রণালয় অর্থায়নে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ প্রদর্শনী উপলক্ষে স্কুল ফিডিং ও বিনামূল্যে কৃমিনাশক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।
শনিবার( ২০ এপ্রিল) সকালে কাপাসিয়া উপজেলা দরদরিয়া বঙ্গতাজ তাজউদ্দিন আহমদ এর বাড়ী সংলগ্ন মাঠে ১০০ শিক্ষার্থীদের মাঝে দুধ ,ডিম ও ১৯০ জন খামারিদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ অফিসার কৃষিবিদ দেওয়ান কামরুজ্জামান জামি সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রিফাত নুর মৌসুমী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ভেটেরিনারি সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সাখাওয়াত হোসেন প্রধান, রায়েদ ইউনিয়ন চেয়ারম্যান শফিকুল হাকিম মোল্লা হিরন,প্রাণিসম্পদ সম্প্রসারণ অফিসার ডাঃ শারমিন সুলতানা, উপজেলা সহকারী প্রাণিসম্পদ অফিসার বেলায়েত হোসেন, আরিফ হোসেন,কাজী রাজিব,সোয়েল বণিক সহ প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও খামারিরা উপস্থিত ছিলেন ।
Leave a Reply