এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
চলাচলের রাস্তা বন্ধ করায় এলাকাবাসী ক্ষোভে প্রকাশ করেন এবং অটো রিক্সা চালক ফালুর বিচার দাবী করেন। এ ঘটনায় গাজীপুরের কাপাসিয়া সুর্যনায়নপুর গ্রামের ফাইজ উদ্দিন কে তুলে নিয়ে হত্যার হুমকি ও লাঞ্চিত করেছে একই গ্রামের আমির হোসেন ফালু ও তার বোন রাহিমা।
এ ব্যাপারে ফাইজ উদ্দিনের ছেলে আ: সালাম বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।
থানার অভিযোগ ও বাদী জানান গত ১৬ এপ্রিল সকালে স্হানীয় সুর্যনারায়পুর গ্রামের অটো রিকশা চালক ফালু চলাচলের রাস্তা বন্ধ করে দেয়। এতে স্হানীয় এলাকাবাসী রাস্তা বন্ধের বিষয়ে ফালু ও তার বোন রাহিমাকে জিজ্ঞেস করলে তাঁরা উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ ও রামদা বের করে বৃদ্ধ ফাইজ উদ্দিনকে জোর পূর্বক অটো রিক্সার তুলে মারপিট করে হত্যার হুমকি দিয়ে আটো থেকে ফেলে দেয়।
কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের ইউপির ৬ নং সদস্য আল আমীন পালোয়ান জানান আব্দুস সালাম মোবাইলে রাস্তা বন্ধ ও রামদা নিয়ে হত্যার কথা জানিয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্হা নিবো।
কাপাসিয়া থানার পুলিশ অফিসার ,এ এস আই মমিনুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্হা গ্রহণের কথা জানান।
আ:সালাম বলেন ফালু ও তাঁর বোন রাহিমা খুবই খারাপ প্রকৃতির লোক। এলাকার প্রতিটি মানুষের সাথে তাদের ঝগড়া বিবাদ রয়েছে।
Leave a Reply