সিরাজুল ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি, আর এই আনন্দ টুকু ভাগাভাগি করতে সবাই ঈদগাহ মাঠ সমবেত হয়। দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মুসলিম মিল্লাতে আনন্দ ঘন দিন নেমে আসে সেটি হচ্ছে ঈদুল ফিতর। সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। হরিপুর উপজেলার কাঁঠাল ডাংগী বাজার ঈদগাহ মাঠে নামাজ পড়তে আসে হাজারও মুসুল্লি। উক্ত ঈদের জামাতে ইমামতি করেন বিখ্যাত ইসলামি চিন্তা বীদ ও আলেমেদ্বীন মাওলানা মোঃরফিকুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাঁঠাল ডাংগী সিনিয়র আলীম মাদ্রাসা।
নামাজ শেষে আল্লাহ তালার কাছে গুনাহ মাফের মাগফিরাত কামনা, দেশের মঙ্গলকামনা, এবং ফিলিস্তিনের উপর ইজরায়েলের বর্বর নির্যাতন সারা বিশ্বের মুসলমান নরনারীদের মুক্তির জন্য দোয়া প্রাথনা করা হয়। কাঁঠাল ডাংগী বাজার ঈদগাহ মাঠে নামাজ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল ৮ঃ৪৫মিনিটে। এছাড়া হরিপুর, বহতি,গোবিন্দপুর,ভুতডাংগী, গেদুরা, চৌরংগীতে ও সারা দেশের ন্যায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
Leave a Reply