মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন লোহাগাড়া তরুণ প্রজন্মের দল পরিবারের সদস্যদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে.
সংগঠনের সভাপতি মোহাম্মদ ফোরকান এর সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন সংগঠনের সাধারণ সম্পাদক,মোহাম্মদ আবু-নায়িম,শুভেচ্ছা বক্তব্য রাখেন আতিকুর রহমান আতিক পরিচালক (LYGG)
প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন এম.এ আনোয়ার হোসেন বাবলু. প্রধান উপদেষ্টা লোহাগাড়া তরুণ প্রজন্মের দল,প্রধান মেহমান বক্তব্য রাখেন,মোহাম্মদ আবু-বক্কর,হ-কার্যকরি সদস্য (LYGG)
তিনি বলেন এই রমজান মাস আমাদের জন্য একটি শিক্ষনীয় এই মাসে যেমন আমরা বেশি বেশি অসহায় মানুষের পাসে দাঁড়ায় ঠিক তেমনিভাবে বাকি ১১মাসও অসহায় মানুষের পাসে দাঁড়িয়ে এই সমাজকে একটি মানবিক সমাজে পরিনত করবো ইনশাআল্লাহ..
ইসলামীক সংগীত পরিবেশন করেন মুহাম্মদ সোহেল সম্মানিত শুভাকাঙ্ক্ষী (LYGG) ও শিক্ষক হরিদাঘোনা আখতারুল উলুম মাদ্ররাসা.
দোয়াও মোনাজাত পরিচালনা করেন আবু বক্কর সিদ্দিক শুভাকাঙ্ক্ষী (LYGG)
এ ছাড়া আরো গণ্যমান্য অতিথি ও সংগঠনের সম্মানিত শুভাকাঙ্ক্ষী ভাইদের উপস্থিত হওয়ার কথা ছিল.
সকল সদস্যদের প্রতি সংগঠনের পরিচালনা পরিষদ ১৭ই রমজান ঐতিহাসিক বদরের দিন এমন একটি দিন সুন্দরভাবে সুশৃঙ্খলতার সাথে প্রোগাম সফল করার সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছে…
#জয়_হোক_মানবতার
#লোহাগাড়া_তরুণ_প্রজন্মের_দল
Leave a Reply