এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খরিপ-১ মৌসুমে পাট ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ১শত ৬০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।
২৭ মার্চ বুধবার সকালে উপজলা পরিষদ সভাকক্ষে বীজ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান।
এতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা সুমন কুমার বসাক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাকিল আহমেদ। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব কুমার দাস, উপজেলায় ১১ ইউনিয়নের কৃষি কর্মকর্তাগন, সাংবাদিক এসএম মাসুদ সহ উপজেলায় কর্মরত বিভিন্ন দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনার শেষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক- কৃষাণীদের মাঝে ১ কেজি করে পাট বীজ বিতরণ করা হয়।
Leave a Reply