1. admin@aparadhatallasi.com : admin :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে তাহির হত্যা মামলায় সাত দিনের রিমান্ডে তুষার কান্তি মন্ডল শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধ, দুই নারীসহ আহত ৪, ককটেল বিস্ফোরণে আতঙ্ক সৃষ্টির অভিযোগ শ্রীপুরে, ঈদে মিলাদুন্নবী (সাঃ) আলাইহি ওয়াসাল্লাম উৎযাপন আল্লাহ সীমালঙ্ঘনকারীকে ক্ষমা করেননা—হরিপুরে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপাসিয়াতে পরিবেশ দূষন রোধে ডাস্টবিন বসাচ্ছেন শিক্ষার্থীরা স্ত্রীকে ফিরে পেতে স্বামীর আকুতি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা মধ্যে রাতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় তল্লাশি  ভুমি অফিসের পিয়ন থেকে কয়েক কোটি টাকার মালিক ফুলবাড়ীতে ভোক্তা অধিকার আইনে তিন ব্যবসয়ীকে জরিমানা

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ১৩১ বার পঠিত

এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ

গাজীপুরের কাপাসিয়ায় নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ছাত্রছাত্রীদের সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) একেএম লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি।

উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি’র পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খান, সহকারি কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী, থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুবকর মিয়া। এছাড়া উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশীদ মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাড. মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান প্রমূখ। অন্যান্যের মাঝে সরকারি- বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান, বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসার প্রধানগন ও কাপাসিয়া প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুচকাওয়াজ প্রদর্শন করেন কাপাসিয়া থানা পুলিশ, আনসার বিডিপি, ফায়ার সার্ভিস দল, বিএনসিসি, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদয়ালয়, হরিমন্জুরী পাইলট উচ্চ বিদ্যালয়, রাউৎকোনা প্রাথমিক বিদ্যালয়, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাপাসিয়া কিন্ডারগার্টেন সহ বিভিন্ন প্রতিষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি সিমিন হোসেন রিমি আনুষ্ঠানিক ভাবে কাপাসিয়া প্রেসক্লাবের উদ্যোগে “রক্তে লেখা মুক্তি” নামে দেয়ালিকা প্রকাশ উদ্বোধন করেন। এসময় কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি সন্জীব কুমার দাস, সাবেক সভাপতি এফ এম কামাল হোসেন, সাংবাদিক নুরুল আমিন সিকদার, মতিউর রহমান খান জাকির, নুরুল ইসলাম ফরিদ, উত্তম কুমার দাস, আকরাম হোসেন রিপন, এস এম মাসুদ প্রমূখ।

এর আগে দিবসের প্রথম প্রহর সাড়ে ছয়টায় কাপাসিয়া উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমির পক্ষে, কাপাসিয়া উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, কাপাসিয়া অফিসার্স ক্লাব,
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, সাব রেজিস্টারের কার্যালয় , কাপাসিয়া প্রেসক্লাব, বাংলাদেশ শিক্ষক সমিতি, নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জাতীয় মহিলা সংস্থা, কাপাসিয়া ডিগ্রি কলেজ, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, কাপাসিয়া সেন্ট্রাল স্কুল এন্ড কলেজ, কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদ, কমিউনিস্ট পার্টি, উদীচী শিল্পী গোষ্ঠী, কাপাসিয়া সদর ইউনিয়ন আওয়ামীলীগ সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। এদিকে কাপাসিয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে উপজেলা কমপ্লেক্স পাবলিক স্কিল মাঠে মহিলাদের অংশগ্রহণে ক্রিড়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে প্রধান অতিথি পুরস্কার বিতরণ করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park