এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়ায় ক্ষুদ্র প্রান্তিক ১৬’শ পাট উৎপাদনকারী চাষীদের মাঝে বিনামূল্যে তোষা পাট বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।
সোমবার (১৮ মার্চ ) সকালে উপজেলা পাট অধিদপ্তর কাপাসিয়া শাখার আয়োজনে পাট বীজ ও সার বিতরন কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত নূর মৌসুমী।
উল্লেখ্য পাট অধিদপ্তর কতৃক বাস্তবায়নাধীন “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ”শীর্ষক প্রকল্পের আওতায় চলতি ২০২৩-২৪ অর্থবছরে তোষা পাট উৎপাদনকারী চাষীদের মাঝে এসব রাসায়নিক সার বিতরন করা হচ্ছে। প্রত্যেক পাট চাষী ৬ কেজি ইউরিয়া ৩ কেজি টিএসপি ৩ কেজি এমওপিসহ মোট ১২কেজি করে সার পাবে।
এসময় উপস্হিত ছিলেন,জেলা পাট উন্নয়ন কর্মকর্তা আজহারুল ইসলাম,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা শাকিল হাসান, পাট উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ ফাইজুল্লাহ,
পাট উন্নয়ন অফিস সহকারী শফিকুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ-বিষয়ে উপজেলা উপসহকারি পাট উন্নয়ন কর্মকর্তা আফরিনা ইয়াছমিন বলেন উপজেলার ১১ টি ইউনিয়নের দেড় হাজার পাট চাষীদের মাঝে বিনামূল্যে ১২ কেজি করে বিভিন্ন ধরনের রাসায়নিক সার দেয়া হবে। পাটচাষীকে পর্যায়ক্রমে উপজেলার সবকটি ইউনিয়নের পাট চাষীদেরকে রাসায়নিক সার দেয়া হবে।
Leave a Reply