মুহাম্মদ জাবেদ হোসাইন বিপ্লব, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রাম লোহাগাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুলের মৃত্যুর পর নিষ্ঠা ও সততার সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছেন মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আকতার ।
জানা যায়, প্রয়াত উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার সময় তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বুঝিয়ে দেন। দায়িত্ব নিয়ে উপজেলা প্রশাসনের অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি ।
এ বিষয়ে লোহাগাড়া ( ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান জেসমিন আকতার জানান, তার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালনের শতভাগ চেষ্টা করবেন। এ সময় তিনি দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply