এসএম মাসুদ,কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
অগ্নি দুর্ঘটনা প্রতিরোধ ও সচেতনায় গাজীপুরের কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার পাঁচ স্কুলের পাঁচশত শিক্ষার্থীকে অগ্নি প্রতিরোধ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
স্কুলগুলো হলো,কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,বীর উজলী মডেল অ্যাকাডেমি,সূর্যনারায়াণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,রাজেন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গোসিংগা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গতকাল মঙ্গলবার দুপুর ২টায় কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধারাবাহিক ভাবে স্কুলের পাঁচশ শিক্ষার্থীকে অগ্নি প্ররেোধের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।কাপাসিয়া ফায়ার সার্ভিসের স্ট্যাশন অফিসার দেওয়ান আজাদ হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্ট্যাশন কাপাসিয়ার উদ্যোগে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।জনসচেতনতা বৃদ্ধির লক্ষে এবং অগ্নি নিরাপত্তা নিশ্চিতকল্পে শিক্ষা প্রতিষ্ঠানে অগ্নি প্রতিরোধ,উদ্ধার,প্রাথমিক চিকিৎসা বিষয়ক মৌলিক প্রশিক্ষণ জোরদারকরণে এ প্রশিক্ষণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
দেওয়ান আজাদ হোসেন বলেন,আগুণের মহড়া,অগ্নি নির্বাপন মহড়া,কলাকৌশল,প্রাথমিক চিকিৎসা,বহির্গমন ও সমাবেশ স্থল বিষয়ে প্রশিক্ষণ হয়েছে।স্কুল সহকারি শিক্ষক এনামূল কবীর বলেন,প্রশিক্ষণে শিশু শিক্ষার্থীরা অগ্নি প্রতিরোধ বিষয়ে অনেক কিছু শিখে উপকারভোগি হয়েছে।
কাপাসিয়া মডেল স্কুলের এসএমসি সভাপতি আলমগীর হোসেন বলেন,এ ধরনের অগ্নি প্রতিরোধ প্রশিক্ষন শিশু শিক্ষার্থীদের জন্য আরো বেশি বেশি প্রয়োজন।শুধু পাঁচটি স্কুল নয় সারা দেশেই এ প্রতিরোধ প্রশিক্ষণ হলে ভালো হবে।
এসময় উপস্থিত ছিলেন, কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফাতেমা বেগম,সহকারী শিক্ষক এনামুল কবির, মাহফুজা শাহীন,ফাতেমা খাতুন, আবু বকর সিদ্দিক, ফায়ার সার্ভিস কাপাসিয়া স্টেশন লিডার সাবেদ আলী খান, ফায়ার ফাইটার মোসলেম মিয়া,মামুনুর রশিদ প্রমুখ।
Leave a Reply