সিরাজুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁ জেলার রাণীশংকৈল উপজেলায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে গণবিশীল অনুষ্ঠিত হয়েছে । গণ মিছিলে যোগ দিয়েছেন সর্বস্তরের ছাত্র জনতা ও রাণীশংকৈল উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা,গণ মিছিলটি শুরু হয়েছে রাণীশংকৈল শিব দিঘী থেকে চৌরাস্তা পর্যন্ত । সেখানে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে স্লোগান হচ্ছিল , একটা দুইটা লীগ ধর” ধরে ধরে জেলে ভর , এই ছাত্রলীগ বারিস না পিঠের চামড়া থাকবে না । এই আওয়ামীলীগ বারিস না পিঠের চামড়া থাকবে না । সর্বশেষ রাণীশংকৈল চৌরাস্তা মোরে শোভা যাত্রা ও আলোচনা করে শেষ করেন । আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সাবেক থানা সভাপতি মোঃ সাব্বির রহমান , তারেক মাহমুদ, হাবিব, জসিম , বাংলাদেশ জাতীয়তাবাদীদলের উপজেলা সভাপতি মোঃ আতাউর রহমান, বকুল মজুমদার সহ আরো অনেকেই এই সভা সঞ্চালনা করেছেন মোঃ সাব্বির রহমান
Leave a Reply