এস এম আকাশ, চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো:
বান্দরবানের লামা উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে উপজেলায় কর্মরত বিভিন্ন পত্রিকা ও টিভি চ্যনেলের সাংবাদিকগনের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।’
৩ ফেব্রুয়ারি দুপুর ১২ঘটিকায় উপজেলা পরিষদ সভাকক্ষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন এর সভাপতিত্বে সাংবাদিকদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা
সাংবাদিকগনের উদ্দেশ্যে বলেন, প্রসাশনের একটি সহোযোগী অংশ হলো সাংবাদিক তাই প্রত্যেকে তার নিজ নিজ স্থানে থেকে প্রসাশনকে সহোযোগীতা করবেন, অনুরুপ উপজেলা প্রসাশনও আপনার পাশে থাকবে।’
সভায় সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন লামা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান, দৈনিক ইত্তেফাকের লামা প্রতিনিধি মোঃ কামাল উদ্দিন, লামা সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি ইউসুফ মজুমদার।’
দৈনিক মানবজমিন পত্রিকার লামা প্রতিনিধি মোহাম্মদ তোয়েব আলী, দৈনিক আমার দেশ পত্রিকার লামা প্রতিনিধি নুরুল করিম আরমান, গণমুক্তি পত্রিকার লামা প্রতিনিধি মোহাম্মদ মিন্টু, জিটিভির লামা প্রতিনিধি মোহাম্মদ ফরিজ উদ্দিন, দৈনিক পূর্বকোণ লামা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম।
উক্ত পরিচিতি ও মতবিনিময় সভায় স্বাগত
বক্তব্য রাখেন ‘আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা প্রদানকারী সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব ও অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট ইনচার্জ এস এম আকাশ।
লামা সাংবাদিক ইউনিটের সভাপতি ও এসটি বাংলার বিশেষ প্রতিনিধি মোঃ সুজন চৌধুরী।’
এ-সময় লামা উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।’
Leave a Reply