রতন দে,মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুরের ডাসারে মৌসুমী আক্তার(১৪) নামে এক অষ্টম শ্রেণির শিক্ষার্থী আত্মহত্যা করছে বলে অভিযোগ পরিবারের।সে উপজেলার পূর্ব বোতলা গ্রামের দেলোয়ার শেখের মেয়ে।পূর্ব বোতলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।
আজ মঙ্গলবার(৪ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার পূর্ব বোতলা গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে।
স্থানীয় ও স্বজনরা জানান ,নিহত মৌসুমী আক্তার সকালে ফাঁকা ঘরে আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।এসময় তার ঘরে কেউ ছিলনা।পরে নিহতের মা শোভা বেগম ঘরে আসলে তার মেয়ের শোয়ার ঘরের আড়ার সাথে ঝুলন্ত লাশ দেখতে পান।এসময় তার চিৎকারে বাড়ীর লোকজন ছুটে আসে।পরে পুলিশকে খবর দেন।
নিহতের বড় বোন আঁখি আক্তার বলেন, আমার ছোট ভাই সবুজ শেখ একছর ধরে লিবিয়ায় বন্দী আছে।ভাইকে ছাড়াতে পরিবার আজ নিঃস্ব।ছোট ভাই সবুজ ও মৌসুমী পিঠাপিঠি ভাই-বোন।ভাইয়ের কষ্টে ও পরিবারের দূরবস্থা দেখে মানসিকভাবে ভেঙে পড়ছে। এছাড়াও মানসিক সমস্যায় ভুগছিল।একারণে থেকে ও আত্মহত্যা করছে।
এব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহম্মদ আব্দুল বারিক বলেন,খবর পেয়ে পুুলিশ ঘটনাস্থল থেকে শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতের মর্গে পাঠানো হয়েছে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.