1. admin@aparadhatallasi.com : admin :
  2. dailyaparadhatallase2022@gmail.com : aparadha tallase : aparadha tallase
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ের হরিপুরে সিআইডি পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নিল জনতা ঠাকুরগাঁও পীরগঞ্জ ভাউলার হাট মোড়ে ট্রাকের ধাক্কায় ১ পথচারীর মৃত্যু ফরিদপুরে সালথা উপজেলার গণঅধিকার পরিষদের আহ্বায়ক ফারুক ফকিরের লিফলেট বিতরণ  একশত তিন বছর বয়সে সংসারের ভার খইমুদ্দিনের কাঁধে অসহায় নারী ,পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তিনটি মামলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন মুন্সিগঞ্জে এমন কোনো অত্যাচার নেই, যেটা ১৫ বছরে আ.লীগ করেনি: শহীদ চাচার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভাতীজা, থানায় অভিযোগ আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ’র দাবিতে বান্দরবানে বৈষম্য বিরোধী ছাত্রদের বিক্ষোভ

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তিনটি মামলা

  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৬ বার পঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর অফিস:

সাড়ে ৮কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১শত ৩৪কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নূরুজ্জামান আহমেদ, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে পৃথক ৩টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (৩ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির মহাপরিচালক মোঃ আক্তার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম মামলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ৫কোটি ৩১লাখ ৯৮হাজার ১শত ৭২টাকার সম্পদ অর্জন এবং নিজ নামীয় ৩১টি ব্যাংক হিসাবের ৬২কোটি ৮লাখ ৪৬হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে তার স্ত্রী মোছা. হোসনে আরা বেগম ও নুরুজ্জামান আহমেদের বিরুদ্ধে অবৈধ উপায়ে ১কোটি ২২লাখ ৯৯হাজার ১শত ৬৬টাকার সম্পদ অর্জন এবং হোসনে আরার নিজ নামীয় ২৫টি ব্যাংক হিসাবের ৫০কোটি ৪৩লাখ ১৬হাজার টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে দ্বিতীয় মামলায়। আর তৃতীয় মামলায় আসামি করা হয়েছে ছেলে মো. রাকিবুজ্জামান আহমেদ ও পিতা সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে। এ মামলায় পিতার ক্ষমতার অপব্যবহার করে প্রভাব ব্যবহারে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ২কোটি ৬লাখ ৬৭হাজার ৪শত ৫০টাকার সম্পদ অর্জন করেছেন। এছাড়া রাকিবুজ্জমানের নিজ নামে ১০টি ব্যাংক হিসাবে মোট ২২কোটি ৪৩লাখ ২হাজার ৯শত ২৫টাকার সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেন করেছেন।আসামিদের বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৭৭(১) ধারা: মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলাগুলো দায়ের করা হয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত ৯টার দিকে রংপুরের সেন্টাল রোডে পোস্ট অফিসের গলি তার বোনের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে রংপুর মহানগর পুলিশ। গ্রেফতারের পর তাকে রংপুর মেডিকেল কলেজে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে বের হওয়ার সময় স্থানীয় জনতা তার উপর ডিম নিক্ষেপ করে। পরে শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে কোতোয়ালি থানার এসআই মোস্তাফিজুর রহমান রংপুর মুখ্য মহানগর হাকিম দেবী রাণী রায় আদালতে ১৫দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলায় ৫দিনের রিমান্ড মঞ্জুর করেন। ১৭, লালমনিরহাট-০২ (কালীগঞ্জ, আদিতমারী) সংসদীয় আসন ক্ষমতাচ্যুত বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন নুরুজ্জামান আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ দৈনিক অপরাধ তল্লাশি

Theme Customized By Shakil IT Park