জীবন আহমেদ, সোনারগাঁও প্রতিনিধি:
সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা এলাকার জালাল টাওয়ারের পেছনে ময়লা আবর্জনা থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে শিশুটির কান্নার শব্দ শুনে স্থানীয় বাজারের লোকজন সেখানে ছুটে যান। তারা দেখতে পান, নবজাতকটি ময়লার স্তূপের মধ্যে পড়ে আছে এবং আশপাশে পোকামাকড় ঘুরছে। পরে শিশুটিকে দ্রুত উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সোনারগাঁ থানা পুলিশ নবজাতকটির সুস্থতার কথা বিবেচনা করে তাকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে। বর্তমানে শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সোনারগাঁ থানার এক কর্মকর্তা জানান, নবজাতকের পরিচয় শনাক্ত এবং তাকে ফেলে যাওয়ার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত চলছে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.