মহিউদ্দিন ইরাক, গফরগাঁও উপজেলা প্রতিনিধি:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার ১৩ নং দত্তের বাজার ইউনিয়ন ৭ নং ওয়ার্ডের মলমল গাতিপাড়া মৌজার মলমল গ্রামের মলমল উত্তরপাড়া বায়তুন নূর জামে মসজিদের সামনে মসজিদের একটি ঘর থেকে স্থানীয় সাহিদ মিয়ার অটোরিকশা চুরির ঘটনা ঘটেছে বলে সরেজমিনে জানা যায়।
৩০ জানুয়ারি ২০২৫ ইং,বৃহস্পতিবার রাতে এই চুরির ঘটনা ঘটেছে। এলাকার মুসল্লীরা ফজরের নামাজ আদায় করে মসজিদ থেকে যাবার সময় বিষয়টি লক্ষ্য করেন এবং তারা দেখেন ৩ টি তালা একটা রডের টুকরো দিয়ে ভেঙে অটোরিকশা টি চুরি করেছে।এইসময় ঘটনাস্থলে জড়ো হন আশেপাশের লোকজন।
তাছাড়া এর আগে উক্ত মসজিদ থেকে মাইকের একটি ব্যাটারি চুরি হয়েছে বলে ও জানা গেছে।
উক্ত ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সাধারণ জনগণ সহ সচেতন সমাজের ব্যক্তিরা।
স্থানীয়রা নিকটস্থ পাগলা থানার অফিসার ইনচার্জ জনাব,ফেরদৌস আলম এর বিশেষ সুদৃষ্টি কামনা করেছেন যাতে এইসব চুরির বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ নেন এমনটা প্রত্যাশা সবার।
Leave a Reply