কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় প্রিমিয়ার ব্যাংকের উদ্যোগে দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার ৩০ জানুয়ারি উপজেলার কাপাসিয়া বাজারে নৈশ্য প্রহরীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক কাপাসিয়া শাখার ব্যবস্থাপক রাসেল রানা। প্রিমিয়ার ব্যাংক কাপাসিয়া শাখার প্রিন্সিপাল অফিসার কায়কোবাদের সঞ্চালনায় বাজার বণিক সমিতির কার্যালয়ে কম্বল বিতরণী অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মীর মাসুদ করিম,সাবেক ইউপি সদস্য ছানাউল্লাহ,বনিক সমিতির সদস্য চিত্তরঞ্জন সাহা,বণিক সমিতির সদস্য হারুনূর রশিদ,উপজেলা বিএনপির মৎস্য বিষয়ক সম্পাদক মাসুদ মোল্লাসহ বাজার ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
বার্তা প্রেরক:
এসএম মাসুদ
কাপাসিয়া গাজীপুর।
Leave a Reply