মুহাম্মদ এমরান,বান্দরবান:
গত ৪ জানুয়ারী বান্দরবানের লামা-চকরিয়া সড়কে ডাকাতির ঘটনায় মামলা। ৬ আসামি গ্রেফতার।
মামলার এজাহারে বলা হয়,সকাল অনুমানিক ০৭:৩০ মো. জাহেদ হাসান (২৩),মোটরসাইকেল যোগে লামা থেকে চকরিয়া যাওয়ার পথে লামা থানাধীন ০৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের পাঁচ মাইল নামক স্থান হোমল্যান্ড বাগানের সামনে লামা-চকরিয়া পাকা রাস্তার উপর পৌঁছিলে অজ্ঞাতনামা ০৪ জন মুখোশ পরিহিত ব্যক্তি দুটি মোটর সাইকেল যোগে এসে তার গতিরোধ করে। এসময় তারা তাকে মোটর সাইকেল হতে নামিয়ে উপর্যুপরি আঘাত করে, দা ও কিরিচের ভয় দেখিয়ে তার ব্যবহৃত বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটর সাইকেল, একটি OPPO A95 স্মার্ট ফোন ও বিভিন্ন কাগজপত্রসহ একটি ব্যাগ লুণ্ঠন করে নিয়ে যায়। এ ঘটনায় মো. জাহিদ হাসান(২৩) বাদী হয়ে লামা থানায় মামলা করে।লামা থানার মামলা নং-০১, তারিখ-০৪/০১/২০২৫ইং, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয়।
মামলার বাদী জাহেদ হাসান (২৩) উপজেলার নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৩ ওয়ার্ড গিলাতলীর বাসিন্দা আবু তাহের ও জোসনা বেগমের ছেলে।
লামা থানার অফিসার ইনচার্জ মো. শাহাদাৎ হোসেন এর সার্বিক দিক-নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামিল আহমদ অভিযান পরিচালনা করে ৬ জনকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃত আসামীদের মধ্যে তিনজন উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের মো. সালা উদ্দিন(২৫), খাইরুল আমিন(২১),জাহিদুল ইসলাম মানিক (২২),এবং অপর তিনজন কক্সবাজার জেলার, মোঃ দিদার (২৫),আনোয়ার হোসেন (২৫),আবুল শরীফ (২২)।
মামলা তদন্তকারী মো. জামিল আহমেদ বলেন, গত ০৯ জানুয়ারী আসামী মো. খাইরুল আমিনকে ইয়াংছা বাজার থেকে গ্রেপ্তার করি। এবং উক্ত আসামীকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ১৫ জানুয়ারী ইয়াংছা বাজার হতে আসামী জাহিদুল ইসলাম মানিক (২২) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুনরায় অভিযান পরিচালনা করে গত ২১ জানুয়ারী ইয়াংছা বাজার হতে আসামী মো. সালা উদ্দিন (২৫) কে গ্রেফতার করা হয়।
আসামী মোঃ সালা উদ্দিন (২৫), ২২ জানুয়ারী তারিখ বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ আইনের ১৬৪ ধারা মোতাবেক উক্ত ঘটনায় জড়িত মর্মে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।
লামা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, আমাদের অভিযান চলমান রয়েছে। ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply