মাকসুদা আক্তার, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, প্রতিনিধি:
প্রকাশক: রবিবার ( ২৬.০১.২০২৫)
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ০৭ (সাত) কলেজের বিষয়ে গঠিত কমিটির কমিশনের সদস্যবৃন্দের সাথে কলেজসমূহের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দের পরামর্শ সভা।
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত মহানগরের ০৭ (সাত) কলেজকে (ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, মিরপুর সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পৃথকীকরণ এবং কলেজগুলোর জন্য বিশ্ববিদ্যালয়ের সমকক্ষ একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর রূপরেখা প্রণয়নের লক্ষ্যে কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়ের সভাপতিত্বে কমিশনের অডিটোরিয়ামে (৬ষ্ঠ তলা) আগামী ২৬/০১/২০১৫ তারিখ রবিবার বেলা ০২:৩০ ঘটিকায় কলেজসমূহের বিভাগীয় চেয়ারম্যানদের সাথে একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হবে।
সভায় শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত কমিটির কমিশনের সদস্যবৃন্দ, সাচিবিক দায়িত্ব পালনকারী কর্মকর্তাবৃন্দ ও কলেজসমূহের বিভাগীয় চেয়ারম্যানবৃন্দকে সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
এই উদ্যোগ বাস্তবায়ন হলে শিক্ষার্থীদের শিক্ষা জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা যায়।
Leave a Reply