মুহাম্মদ এমরান,বান্দরবান:
পার্বত্য বান্দরবানের লামা উপজেলায় বন্যহাতির আক্রমণে আবু শমা কালু (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার সরই ইউনিয়নের বাতখোলা ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
জানা গেছে, শনিবার (২৫ জানুয়ারি) ভোরে উপজেলার সরই ইউনিয়নের বাতখোলা ৬ নম্বর ওয়ার্ডে জুমঘরে ঘুমন্ত অবস্থায় বন্যহাতি আক্রমণ করলে গুরুতর আহত হয় আবু শমা কালু (৪০)। খবর পেয়ে এলাকার লোকজন উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত কালু কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের নয়াপাড়া এলাকার আক্কেল আলীর ছেলে। নিহত কালু ইছহাক মেম্বার পাড়ায় একটি পানের বরজে শ্রমিকের কাজ করতেন।
বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন,হাতির আক্রমণে এক শ্রমিকের নিহতের খবর পেয়েছি। নিহত শ্রমিকের পরিবারকে বন বিভাগের বিধি মোতাবেক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।
লামা থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাৎ হোসেন বলেন, কোনো অভিযোগ না থাকায় সুরতহাল শেষে কালুর লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.