শহিদুল্লাহ্ আল আজাদ. স্টাফ রিপোর্টারঃ
খুলনা অতিরিক্ত বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ বলেছেন সুশিক্ষা ছাড়া জ্ঞানার্জনের বিকল্প নাই। একটি দেশের শিক্ষিত যুবরাই পারে দেশের উন্নয়ন,অর্থনৈতিক সমৃদ্ধি এবং সমাজকে কলুষ মুক্ত করতে। বর্তমান সমাজে শিক্ষার পাশাপাশি বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে গেলে ডিজিটাল শিক্ষাই সকল শিক্ষিত হতে হবে। তিনি বলেন শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা ও ক্রীড়াচর্চাকেও উড়িয়ে দেওয়া সমীচীন হবে না। বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে স্মার্ট ফোনের প্রাধান্য ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। একারনে শিক্ষার্থীরা এখন পড়ার টেবিল ছেড়ে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। তাদের এই আসক্তি থেকে মুক্ত করতে শিক্ষার কারিকুলাম সংশোধন করা আশু প্রয়োজন। তাহলেই এদেশের শিক্ষিত সমাজ দেশ সেবাই অগ্রনী ভূমিকা পালন করতে পারবে। তিনি ২৩ জানুয়ারি বিকালে খুলনা জেলার রূপসা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত প্রতিবছরের ন্যায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনারের সহধর্মিণী কৃষি দপ্তরের বৈজ্ঞানিক কর্মকর্তা তাজরিন সুরাইয়া মুনমুন, রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অপ্রতীম কুমার চক্রবর্তী, রূপসা থানা অফিসার ইনচার্জ মোঃ মাহফুজুর রহমান। অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকারের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তৃতা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক খান মেজবা উদ্দিন সেলিম এবং স্বাগত বক্তৃতা করেন ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহবায়ক, ক্রীড়া শিক্ষক আঃ কাদের। অত্র বিদ্যালয়ের প্রভাষক ফাল্গুনী মুখার্জির পরিচালনায় বক্তৃতা করেন, বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বিশ্বনাথ ভট্টাচার্য,প্রভাষক খান মারুফুল হক,আনোয়ার হোসেন, পলাশ রঞ্জন বিশ্বাস,প্রভাষক আসাদুজ্জামান সরদার, বাশির আহম্মেদ লালু,সেলিম রেজা,অনুপ পাল, ইমদাদুল হক, শিক্ষক শামসুর রহমান,সঞ্জয় কুমার মন্ডল, মোঃ সেকেন্দার আলী শেখ, কাকলি রানী পাল, লতা বিশ্বাস, তুষার কান্তি দত্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা জেলার যুগ্ম আহবায়ক মির্জা আহসান, বিদ্যালয়ের ছাত্র নাহিদ মাহমুদ নয়ন, রাবেয়া বসরি মাহিয়া, মোঃ সাজিদ মোল্যা, শেখ তাফসির হোসেন প্রমূখ।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.