সিরাজুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ফুটানি টাউনের গ্রামের মৎস্যচাষী আব্দুল খালেকের পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগে প্রায় ১ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে দূর্বৃত্তরা এ ঘটনা ঘটায় বলে জানান আব্দুল খালেক।
বৃহস্পতিবার সকালে আব্দুল খালেকের ছেলে পুকুর দেখতে গেলে মাছগুলো ঢেউ লেগেছে বা মরে গেছে দেখতে পায় দেখতে পেয়ে তার বাবাকে বিষয়টি জানায় ।
ভুক্তভোগী মৎস্যচাষী আব্দুল খালেক বলেন, কে বা কারা রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে আমার এ ক্ষতি করেছে। এতে পুকুরে থাকা ১৫/২০ মণ বিভিন্ন প্রজাতির মাছ মারা গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ হতে দেড় লাখ টাকা।
স্হানীয় সূত্রে জানা গেছে, ৭ নং রাতোর ইউনিয়নের মৎস্য চাষী আব্দুল খালেক নিজ এলাকার পার্শ্ববর্তী প্রায় ২৪ শতাংশ জমিতে পুকুর কেটে মাছ চাষ করছেন। পুকুরটিতে চাষ করা সিলভার কাপ, রুই কাতলসহ দেশীয় বিভিন্ন প্রজাতির ১ থেকে দেড় লক্ষাধিক টাকার মাছ মারা যায়।
মৎস্য চাষী আব্দুল খালেক আরো জানান, রাতে আধারে দূর্বৃত্তরা আমার পুকুরে বিষ জাতীয় গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে এতে ১৫/২০ মণ মাছ মারা গেছে। ঋণের টাকা নিয়ে মাছ চাষ করেছি। এখন আমার কি হবে। তারা আমাকে রাস্তায় নামিয়ে দিল। আমার ভিক্ষা করা ছাড়া আর কোন উপায় নাই। যারা পুকুরে বিষ দিয়েছে আমি তাদের বিচার চাই
এ বিষয়ে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.