মুহাম্মদ এমরান,বান্দরবান:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ক্রীড়া সেল কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ সদস্য সচিব আরিফ সোহেল সাক্ষরিত ভেরিফায়েড ফেসবুক পেজে এই কমিটি ঘোষণা করা হয়।
উক্ত কমিটিতে বান্দরবান পার্বত্য জেলায় একমাত্র সদস্য নির্বাচিত হয়েছে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা ৭ নং ওয়ার্ডের ছেলে আরমানুল ইসলাম নয়ন। সে বর্তমানে ঢাকায় স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান নটর ডেম কলেজে পড়াশোনা করছেন। পিতা: আব্দুল হামিদ মাতা: রেনু আরা বেগম।
আরমানুল ইসলাম নয়ন প্রতিবেদককে বলেন,আমি আমার জন্মভূমি ইয়াংছা, ফাঁসিয়াখালী ইউনিয়ন, লামা উপজেলা, বান্দরবান জেলার জন্য অনেক কিছু করতে চাই। আমি বান্দরবান জেলা এবং লামা উপজেলায় শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, ক্রীড়া ব্যবস্থা উন্নত করার জন্য চেষ্টা করছি। আপনারা সকলে আমার জন্য একটু দোয়া করবেন। আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য। শুরু থেকে আমি সক্রিয় ছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ফ্যাসিস্ট হাসিনা সরকারের অনেক নির্যাতন সয্য করতে হয়েছে আমাকে। তারপরও দেশ ও দেশের জনগণের জন্য লড়াই করেছি। এবং ভবিষ্যতেও দেশ ও দেশের জনগণের জন্য লড়াই করে যাবো।
Leave a Reply