রিয়াজুল হক সাগর, রংপুর ব্যুরো:
রংপুরের কাউনিয়ায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৮ বোতল ফেনসিডিল ও এসকাফ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় নুরনবী ও লোকমান আলী নামের দুইজনকে আটক করা হয়।
বুধবার রাতে উপজেলার হারাগাছ ইউনিয়নের চরপল্লীমারী আবাসন কলোনী এলাকা থেকে মাদকসহ তাদের দুইজনকেই আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। নুরনবী চর পল্লীমারী গ্রামের আসাদ আলীর ছেলে এবং লোকমান আলী একই গ্রামের মৃত আব্দুল শেখের ছেলে।বৃহস্পতিবার মাদক নিয়ন্ত্রণ আইনের ধারার মামলায় দুইজনকেই গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ।তিনি বলেন, বুধবার রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই সালাউদ্দিনসহ একটি আভিযানিক টিম উপজেলার হারাগাছ ইউনিয়নের চরপল্লীমারী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। সন্ধা ৭টার দিকে পল্লিমারি আবাসন কলোনিত এলাকায় ২৫ বোতল এসকাফসহ নুরনবীকে এবং ১৩ বোতল ফেনসিডিলসহ লোকমান আলী আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, রাতেই মাদকসহ আটক দুইজনকেই থানা পুলিশের কাছে হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আভিযানিকটিম। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনের ধারার মামলা হয়েছে। তবে মামলাটি তদন্ত করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
Leave a Reply