মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি:
যশোরের অভয়নগরে মিম খাতুন(১৩) নামের এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছে। গত সোমবার ২০ জানুয়ারী নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজের এ ঘটনা ঘটেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে কাহকে কিছু না বলে বোরকা পরে মিম বাড়ি থেকে বের হয়ে যায়। কিন্তু তার পর থেকে থেকে তাকে কোথাও খোঁজ করে পাওয়া যাচ্ছেনা। নিখোঁজ মিম খাতুন উপজেলার ধোপাদী নতুন বাজার গ্রামের মোঃ নাজিম উদ্দীনের মেয়ে। সে ধোপাদী নূরানী মাদ্রাসার ছাত্রী। এব্যাপারে নিখোঁজ মাদ্রাসাছাত্রীর মা খাদিজা বেগম বলেন, আমার মেয়ে সোমবার সকালে বোরকা পরে বাড়ি থেকে বের হয়। কিন্তু এখনো সে আর ফিরে আসেনি। আমরা সবস্থানে খোঁজ করেও তাকে কোথাও পায়নি। আমার মেয়ে মিমের জন্য আমি আতংকিত হয়ে পড়েছি। কোন স্ব-হৃদয় ব্যক্তি যদি আমার মেয়ের সন্ধান দিতে পারে আমি তার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এবং কেউ যদি আমার মেয়ের সন্ধান পায় তাকে 01980252637 এই নং মোবাইলে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ করছি। এবিষয়ে অভয়নগর থানার অফিসার ইনচার্জ এমাদুল করিম জানান, এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি অভিযোগ পেলে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।
বার্তা প্রেরক:
মোঃ কামাল হোসেন,
বিশেষ প্রতিনিধি
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.