টঙ্গী প্রতিনিধিঃ
গাজীপুরের টঙ্গীতে তৃতীয় লিঙ্গের বাড়ি ও দোকানপাটে হামলা চালিয়ে ভাংচুর লুটপাটের অভিযোগ উঠেছে।
এই কিশোর গ্যাং বাহিনীর হামলায় আহত হয়েছেন প্রায় ৫ থেকে ৬ ছয় জন একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় মাদক সম্রাট ও ছিনতাইকারীদের গডফাদার রবিউল ইসলাম বাবু ওরফে কিং বাবুর বিরুদ্ধে। বৃহস্পতিবার সকালে স্থানীয় টঙ্গী হাজীর মাজার বস্তি এলাকায় এই ঘটনা ঘটে এই ঘটনায় আহত ৬ আহতরা হলেন জয়া খান, আয়শা আক্তার, নুরুন্নবী, মানিক সহ আর কয়েকজন। এতে আতঙ্কিত হয়ে দিন পার করছেন ওই এলাকায় বসবাসরত তৃতীয় লিঙ্গের বাসিন্দার সহ এলাকার হাজার মানুষ। এই ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী জয়া খান।
তবে তাদের দাবী থানা পুলিশ এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখছে না। এমনকি একাধিকবার অনুরোধ স্বত্তেও ঘটনাস্থল পরিদর্শনে আসেন নি তারা।
স্থানীয় বাসিন্দারের দাবী রবিউল ইসলাম কিং বাবু থানা পুলিশকে মোটা অংকের টাকা মাসোয়ারা দিয়ে এলাকায় প্রকাশ্যে বিভিন্ন মাদক ব্যবসা সহ চুরি ছিনতাই করেন।
তাই তার বিরুদ্ধে পুলিশ কোন মামলা নেয় না।
অভিযোগ সুত্রে জানা যায়, টঙ্গী পশ্চিম থানাধীন হাজী মাজার বস্তি এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে তৃতীয় লিঙ্গের গুরু মা সামসুল রুপা হাজীর বাড়িঘর ও মুদি দোকানে হামলা চালায় অভিযুক্ত কিং বাবু বাহিনী। এসময় দোকানে থাকা নগদ অর্থ, মালামাল ও বাসায় রক্ষিত স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় তারা।
শারীরিক অসুস্থতার বাইরে চিকিৎসারত ছিলেন রুপা হাজী। পরে তার অনুসারী তৃতীয় লিঙ্গের অন্য সদস্যরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.