ইশতিয়াক আহম্মেদ,কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলার ভুয়া পুলিশ পরিচয়ে ছিনতাই চক্রের ২ সদস্যকে বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করেছে থানা পুলিশ
(১৭জানুয়ারী) শুক্রবার বিকেল ৩ টায় ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি মাঠের পুলিশ চেকপোস্টের সামনে থেকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতার কৃতরা হলেন দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদি গ্রামের গোলাম নবীর ছেলে মোঃ রজব সরকার(৩৫) ও আকবর আলীর ছেলে দুর্জয় হোসেন(৩০)।স্থানীয় ও পুলিশ সূত্রে জানাগেছে, পাবনার আমিনপুর থানার ছাগল ব্যবসায়ী মোঃ জহুরুল ইসলাম(৪০) ও মিন্টু(৩৫) দৌতলপুর উপজেলার মথুবাপুর হাট থেকে ছাগল ক্রয় করে ফিরছিলেন। সেই সময় ভেড়ামারার হাওয়াখালি মাঠের পুলিশ চেকপোস্টের সামনে দুইজন পুলিশ পরিচয়ে তাদের নিকটে অবৈধ মালামাল রয়েছে অভিযোগ এনে দেহ তল্লাশী চালাতে থাকে৷ এসময় পথচারী ও স্থানীয়রা জড়ো হয়। এক পর্যায়ে তাদের গতিবিধি সন্দেহ হলে উপস্থিত লোকজন পুলিশ পরচিয়দানকারী মোঃ রজব সরকার(৩৫) ও দুর্জয় হোসেন(৩০) নামের দুইজনকে আটক করে জনতা পরে ভেড়ামারা থানা পুলিশকে খবর দেওয়া হয়। এ সময় অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়ে তল্লাশি করে মোঃ রজব সরকারের ভেতরের প্যান্টের পেছনের পকেটে একটি বিদেশি পিস্তল ১টা ম্যাগজিন পাঁচ রাউন্ড তাজা বুলেট ও একটি ড্যাগার (ছুরি) পাওয়া যায়। এই বিষয়ে
ভেড়ামারা থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রকিবুল ইসলাম বলেন, দুইজন ছাগলের ব্যাপারী হাট থেকে ছাগল কিনে ফেরার পথে ভেড়ামারা প্রাগপুর সড়কের হাওয়াখালি মাঠে মোঃ রজব সরকার ও দুর্জয় হোসেন
পুলিশ পরিচয়ে দিয়ে ব্যাপারীদের তল্লাশি করতে থাকে। স্থানীয়দের সন্দেহ হলে তাদের আটক করে থানায় খবর দেয়। পুলিশ উপস্থিত হয়ে ভূয়া পুলিশ পরিচয় দানকারীর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ম্যাগজিনে ৫ রাউন্ড গুলি ও একটি ড্যাগার (চাকু) উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.