শেখ মোঃ হুমায়ুন কবির, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যৌথ উদ্যেগে ঢাকা মহানগরীর গাবতলীর ছিন্নমুল মানুষের মাঝে শীতের পোশাক ও খাবার বিতারন এবং এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(৮'ই জানুয়ারি ২০২৫) বুধবার সকাল ১০:টায় ঢাকা প্রেস ক্লাবের সভাপতি ও উক্ত সংগঠনের সভাপতি আওরঙ্গজেব কামালের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ও উক্ত সংগঠনের সাধারন সম্পাদক মোঃ আজাহার আলীর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারী প্রকল্প পরিচালক মোঃ সিরাজুল ইসলাম আফতাবী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ ভূমিহীন গৃহহীন হাউজিং লিঃ ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের এ মহাত উদ্যোগ কে আমি স্বাগত জানাই। আমার অনুরোধ দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ান, তারা শীতে খুব বড় কষ্টে রয়েছে। তিনি আরো বলেন, শীতের রাতে স্টেশন কিংবা শহরের অলিতে-গলিতে বের হলেই দেখা যায় শীতার্ত মানুষের কষ্টের করুণ চিত্র।শত শত মানুষ এই শীতে কষ্টে রাত্রি যাপন করছে। সেখানে বৃদ্ধ থেকে শিশু সবাই এই তীব্র শীতের কবলে ভুগছে। সামাজের মানুষের নৈতিক দায়িত্ব এই কষ্টের সময়ে শীতার্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো৷ সামাজের সকল মানুষের সম্মেলিত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব এই সমস্যা থেকে অসহায় মানুষ গুলোকে মুক্তি দেওয়া।
উক্ত অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, প্রচন্ড শীতে কষ্ঠ পাওয়া অসহায় শিশু ও ছিন্নমুল পাশে থাকার চেষ্টা করলাম। আমরা সমাজের অবহেলিত মানুষের উন্নয়নে কাজ করে চলেছি, সকলের সহযোগিতা পেলে এর ধারাবাহিকতার আরো উন্নতি করার চেষ্টা করব। এ সময় তিনি আরো বলেন, চলমান শৈত্যপ্রবাহ দরিদ্র মানুষের দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার। আমরা চাইলেই এসকল দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসতে পারি। এর জন্য কি অঢেল বিত্ত-বৈভবের মালিক হওয়া প্রয়োজন নেই ,শুধু মানুষিকতা থাকতে হবে।
গাবতলীর ছিন্নমুল মানুষের মাঝে শীত বস্ত্র ও খাবার বিতারনে অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাবের যুগ্ন-মহাসচিব মোঃ শাহীন আলম আসিক, এস এম মনিরুজ্জামান, সমাজসেবা অধিদপ্তরের মনিটরিং অফিসার সালমা সুলতানা, সমাজ কর্মী মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ আনাস, বাংলাদেশ ভূমি আইন গৃহহীন হাউজিং লিমিটেডের অর্থ সম্পাদক মোঃ ইউনুস আলী, সাংবাদিক মোঃ আসলাম, সিএসপি বি প্রকল্প, ফেস টু, মাকসুদা আক্তার, হাফ ফ্যাসালীটর গাবতলী, মোঃ রাতুল ইসলাম শিশির বিভাগীয় সমন্বয়ক সমাজ সেবা অধিদপ্তর, এস এম রুবেল রানা শিশু সুরক্ষা সমাজকর্মী, শিক্ষক মোঃ মুজাহিদ হোসেন প্রমূখ। এ সময় শতাধিক মানুষের মাঝে শীত বস্ত্র বিতারন করে সকলকে দুপুরের খাবার খাওয়ানো হয়।
প্রধান কার্যালয়, মিরপুর-১৩,ঢাকা
Copyright © 2025 দৈনিক অপরাধ তল্লাশি. All rights reserved.